IPL 2024: ব্যান খেয়ে কতটা রেগে গেছিলেন ঋষভ? কি করেছিলেন ড্রেসিং রুমে? জানালেন অক্ষর প্যাটেল
আজ রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস (Royal Challengers Bengaluru vs Delhi Capitals)। এই ম্যাচটি দুই দলের আইপিএল ২০২৪ (IPL 2024) এর প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু এই ম্যাচে উপলব্ধ নেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্থ (Rishabh Pant)। সেই জায়গায় দিল্লির অধিনায়কত্ব সামলাচ্ছেন অক্ষর প্যাটেল (Axar Patel)।
গতম্যাচে তথা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (DC vs RR) স্লো ওভার রেট দেখেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্থ। এটি ছিল ঋষভের এবারের আইপিএলের তৃতীয় স্লো ওভার রেট। আর আইপিএল ২০২৪ এর নিয়ম অনুসারে তিন ম্যাচে স্লো ওভার রেট দেখা মানে, সেই দলের অধিনায়ক এক ম্যাচের জন্য ব্যান হবেন। ঠিক সেরকমই ঋষভকে ৩০ লক্ষ টাকা জরিমানাসহ এক ম্যাচের জন্য ব্যান করা হয়। বিসিসিআইয়ের নেওয়া এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন ঋষভ, আজ অক্ষরের মুখে শোনা গেছে সেই কথা।
আজ আরসিবির বিরুদ্ধে দিল্লির অধিনায়ক হিসাবে টস করতে আসেন অক্ষর প্যাটেল। আর টস করতে এসে ঋষভের ক্ষুব্ধ হওয়ার কথা বলতে শোনা যায় তাকে। টস জিতে বল করার সিদ্ধান্ত গ্রহনের পর অক্ষরকে বেশকিছু প্রশ্ন করা হয়। এদিকে ঋষভের প্রসঙ্গ উঠতে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অক্ষর বলেন, “দলের হোটেলে বেশ রেগে গিয়েছিল ঋষভ পান্থ। এমনকি ও বিসিসিআইকে আবেদন করেছিল, একজন অধিনায়ককে কখনো বোলারদের দোষের কারণে দায়ী করা যায় না।”
উল্লেখ্য, আইপিএলের প্রথম অধিনায়ক হিসাবে এই নিষেধাজ্ঞা মাথা পেতে নিতে হয় ঋষভ পান্থকে। তার আবেদনে কোনো কাজ হয়নি৷ তাই তাকে আরসিবির বিরুদ্ধে মাঠে না নেমেই খেলাটি উপভোগ করতে হয়। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভক্তরাও তাকে উইকেটের পিছনে বেশ মিস করছেন। যদি এই ম্যাচটি ঋষভ বাদ পড়ায় কোনোভাবে দিল্লির হাতছাড়া হয়, সেই নিয়ে ভক্তরা শোরগোল শুরু করে দিয়েছে।