Babar Azam: ১৭ বছরে রোহিত যা করতে পারেনি, ৮ বছরে করে দেখালো বাবর, কোহলির ক্লাবে লেখালেন নাম
২০০৭ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। সে বছর বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ১৭ বছর আগে ভারতের হয়ে অভিষেকের পরও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫১ ম্যাচের ১৪৩ ইনিংসে রোহিত শর্মার রান ৩৯৭৪। রোহিত শর্মা যা পারেননি, ২০১৬ সালে অভিষেক হওয়া পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম (Babar Azam) সেটাই করে দেখিয়েছেন। তবে কেরিয়ারের শুরুতে ৬-৭ বছর মিডল অর্ডারে খেলতেন রোহিত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রান পূর্ণ করেছেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন পাকিস্তান অধিনায়ক। ৩৬ রানের ইনিংসে ১৩তম রান করতেই ৪ হাজার পূর্ণ করেন বাবর। ১১৯তম ম্যাচের ১১৯তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন বাবর। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় ২৯ বছর বয়সী বাবরের।
বিরাট কোহলির (Virat Kohli) পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ হাজার রান পূর্ণ করলেন বাবর আজম। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪০০০ রান পূর্ণ করেছিলেন বিরাট। সেই টুর্নামেন্টের পর থেকে মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ১১৭ ম্যাচের ১০৯ ইনিংসে বিরাটের ৫১.৭৫ গড়ে ৪০৩৭ রান রয়েছে। ১১২ ইনিংসে ৪০২৩ রান করেছেন বাবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় শীর্ষ পজিশনের জন্য দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বাবর আজম ৪ হাজার রান পূর্ণ করলেও এই ম্যাচে হেরে যায় পাকিস্তান। প্রথমে নেমে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৫৭ রান। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৬তম ওভারে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।