T20 World Cup 2024: বাদ দিলেন পাকিস্তান-অস্ট্রেলিয়াকে, বিশ্বকাপের জন্য অবাক করা চার সেমিফাইনালিস্ট বাছলেন লারা
টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে এখন আইসিসি শেষ মুহূর্তের প্রস্তুতিতে সবরকম ভাবে নিজেদের গুছিয়ে নিচ্ছে। দলগুলিও এখন বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজগুলিতে নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাম্প্রতিক পারফরমেন্সের ওপর ভিত্তি করে ক্রিকেট বিশেষজ্ঞরা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন ৪ দল সেরার তালিকায় পৌঁছাবে তা নিয়ে আলোচনা শুরু করেছেন। এবার এই বিষয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার (Brian Lara) মন্তব্য সামনে এলো।
আসন্ন ২ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। ইতিমধ্যে এই টুর্নামেন্টে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলগুলির সঙ্গে সঙ্গে পাপুয়া নিউগিনি, নেপাল, উগান্ডার মতো পিছিয়ে থাকা দলগুলিও বাছাই পর্বের মধ্যে দিয়ে নিজেদের জায়গা করে নিয়েছে। এর সঙ্গেই এই বছর বিশ্বকাপের মোট ১০ টি দলকে প্রাথমিক পর্যায়ে ৪ টি বিভাগে ভাগ করা হয়েছে। ভারত টুর্নামেন্টের গ্রুপে 'এ'-তে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং আয়ারল্যান্ডের সঙ্গে অবস্থান করছে।
এবার এই গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ৪-এ কোন দলগুলি পৌঁছাতে পারে এই বিষয়ে বলতে গিয়ে ব্রায়ান লারা অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে বাদ দিয়েছেন। তিনি বলেন, "ওয়েস্ট ইন্ডিজের ভালো করা উচিত। এখানে অনেক স্বতন্ত্র তারকা ক্রিকেটার আছেন এবং যখন দল হিসাবে তারা একত্রিত হয় তখন ভালো করে। ভারত তাদের দল নির্বাচন নিয়ে সমস্ত সমস্যা কাটিয়ে নিজেদের সেরা ৪ খুঁজে পাবে।" এছাড়াও তিনি ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছেন।
অন্যদিকে ব্রায়ান লারা সেরা ৪-এর বাকি দুই দল হিসাবে ইংল্যান্ড এবং উল্লেখযোগ্যভাবে আফগানিস্তানকে বেছে নিয়েছেন। উল্লেখ্য ২০২২ শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়। কিন্তু আফগানিস্তান এই টুর্নামেন্টের সুপার ১২-তে ভারতে একটি ম্যাচেও জয় তুলে নিতে পারেনি। তবে বর্তমানে তাদের একাধিক ক্রিকেটার বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার মাধ্যমে নিজেদের একটি শক্তিশালী দল তৈরি করেছে। ফলে এই বছর আফগানরা টুর্নামেন্টের সেরা ৪-এ নিজেদের জায়গা পাকা করতে পারেন বলে ব্রায়ান লারা মনে করছেন।