IPL 2024: দুবে-দাপটে জয় CSK-এর, চিপকের দুর্ভেদ্য মাঠে আবারও পরাজিত RCB

By :  techgup
Update: 2024-03-22 18:32 GMT

আজ এক চিরস্মরণীয় ম্যাচের সাক্ষী থাকলো ক্রিকেট প্রেমীরা। আইপিএল ২০২৪ (IPL 2024) শুরুর প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) হারিয়ে ২ টি মূল্যবান পয়েন্ট সংগ্রহ করলো চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। স্কোরবোর্ডে বেশ ভালো রান তুললেও, এবারেও চেন্নাইয়ের মাটিতে জয় স্বপ্নই থেকে গেল আরসিবির।

আজ চিপকের ধীর গতির পিচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসিস। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ওপেনে আসেন ফাফ এবং বিরাট কোহলি। ওপেনে এসে থেকেই খুব দ্রুত গতিতে দলের রান এগিয়ে নিয়ে যান ফাফ। কিন্তু পাওয়ারপ্লের মধ্যেই ৩৫ রান করে আউট হয়ে যান। এরপর থেকে একধার থেকে পড়তে শুরু করে আরসিবির উইকেট। বিরাটও ২১ রান করে মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) শিকার হন।

আজ মুস্তাফিজুরের ধারালো বোলিংয়ের সামনে মাত্র ৭৮ রানে ৫ উইকেট হারায় আরসিবি। তবে শেষপর্যন্ত অনুজ রাওয়াত (Anuj Rawat) এবং দীনেশ কার্তিকের (Dinesh Karthik) ৯৫ রানের যুগলবন্দীতে ২০ ওভার শেষে ১৭৩ রানের মতো বড় মার্জিনে পৌঁছায় আরসিবি। অনুজের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪৮ রানের ইনিংস, অন্যদিকে কার্তিকও ২৬ বলে ৩৮ রান করেন। আজ চেন্মাইয়ের জার্সিতে প্রথমবার বল করতে নেমেই ৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।

চেন্নাই সুপার কিংসকে এই ম্যাচ জিততে হলে স্কোরবোর্ডে তুলতে হতো ২০ ওভারে ১৭৪ রান। যা তাড়া করতে ওপেনে এসে মোটামুটি ভালোই শুরু করেছিলেন সিএসকের অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড এবং কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র। রুতুরাজ মাত্র ১৫ রান করে পাওয়ারপ্লেতে আউট হয়ে যান। এরপর ব্যাটে আসেন অজিঙ্কা রাহানে। রাচিনের সাথে সাথ দিয়ে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রাহানে। কিছুক্ষণ পরেই সপ্তম ওভারে মাত্র ১৫ বলে ৩৭ রান করে আউট হন রাচিন।

পরবর্তী ব্যাটার হিসাবে রাহানের সাথ দিতে আসেন ড্যারেল মিচেল। এই জুটির যুগলবন্দীতে খুব দ্রুত ২৮ রান এলেও, রাহানে ব্যাক্তিগত ২৭ রানে আউট হয়ে যান। উইকেটটি নেন ক্যামেরন গ্রিন। ঠিক তার পরের ওভারে বল করতে এসে আরও একটি মূল্যবান উইকেট নেন গ্রিন। এবার তার শিকার হন মিচেল, খুব ভালো ইনিংসের শুরু করলেও, মাত্র ২২ রান করে আউট হন তিনি। পরবর্তী জুটি হিসাবে ক্রিজে আসেন শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা। এই দুইজন মিলেই একসময় চাপের মুহুর্ত থেকে দলকে বৈতরণী পার করান। শেষমেষ ম্যাচটি সিএসকে ৬ উইকেটে জয়লাভ করে। ম্যাচ শেষে শিবম দুবের স্কোর ৩৪ রান, অন্যদিকে জাদেজাও ২৫ রান করে নটআউট ছিলেন।

চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের স্কোরকার্ড (Chennai Super Kings vs Royal Challengers Bengaluru Match Scorecard):

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৭৩/৬ (২০ ওভার)

চেন্নাই সুপার কিংস: ১৭৬/৪ (১৮.৪ ওভার)

ম্যাচটি চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে জয়লাভ করেছে।

Tags:    

Similar News