T20 World Cup 2024: বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার, জায়গা হলনা স্মিথ-ম্যাকগার্কদের
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য দল ঘোষণার প্রক্রিয়া চলছে। এদিকে অস্ট্রেলিয়া সদ্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। মিচেল মার্শের (Mitchell Marsh) নেতৃত্বাধীন দলে জায়গা পাননি স্টিভেন স্মিথ (Steve Smith)। ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই ঘোষণা করেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্শের অধিনায়কত্ব থাকবে। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন ক্যামেরন গ্রিন। ২০২২ সালের নভেম্বরে ক্যাঙ্গারুদের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন গ্রিন। প্রায় ১৮ মাস দলের বাইরে থাকার পরও গ্রিনের ওপর আস্থা দেখিয়েছেন নির্বাচকরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন গ্রিন। অস্ট্রেলিয়ার হয়ে ৮ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৯ রান ও ৫ উইকেট রয়েছে তার। গ্রিন ছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়ার হয়ে এই ফরম্যাটে খেলেননি অ্যাশটন অ্যাগার।
স্টিভ স্মিথের পাশাপাশি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা হয়নি জেক ফ্রেজার ম্যাকগার্কে। বিগ ব্যাশ থেকে আইপিএল পর্যন্ত ঝড় তুলেছেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। ২০১৪ সাল থেকে প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অংশ ছিলেন স্মিথ। বোলিং আক্রমণে বড় কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডের সঙ্গে জায়গা পেয়েছেন অ্যাডাম জাম্পা। সেই সঙ্গে দলে রয়েছেন নাথান এলিসও।
টি-২০ বিশ্বকাপ ২০২৪এর জন্য অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।