চুপ ভারতীয় বিশেষজ্ঞরা, বিশ্বকাপের দল থেকে বিরাটের বাদ পড়ার আশঙ্কায় এবার পাশে দাঁড়ালেন প্রাক্তন পাক পেসার

By :  techgup
Update: 2024-03-13 10:59 GMT

মাসকয়েক পরেই রয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। আসন্ন আইপিএলের পরেই অনুষ্ঠিত হবে এই মেগা ইভেন্টটি। যার জন্য এখন অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে এই টি-২০ বিশ্বকাপটি। তবে ওই বিশ্বকাপের আগে এখনো পর্যন্ত যা কানাঘুষো খবরাখবর উঠে আসছে, তা হল অভিজ্ঞ ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে (Virat Kohli) ছাড়ায় টি-২০ বিশ্বকাপ খেলতে পারে ভারতীয় দল।

এরকম জল্পনা ক্রিকেটমহলে উঠে এলেও, এর সত্যতা এখনো যাচাই করা হয়নি। তবে এখন থেকেই অনেক বিশেষজ্ঞ মনে করছে, যদি ভারত বিরাট কোহলিকে ছাড়া টি-২০ বিশ্বকাপ খেলতে যায়, তাহলে এর থেকে বড় ভুল আর কিছুই নয়। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়াও (Danish Kaneria) একেবারেই চান না বিরাটকে স্কোয়াড থেকে বাদ দিয়ে ভারত টি-২০ বিশ্বকাপ খেলতে যাক।

দানিশ সম্প্রতি আইএএনএসের ইন্টারভিউতে সামিল হয়েছিলেন, সেখানে বিরাটের প্রতি সমর্থন করতে দেখা গেছে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারকে। ইন্টারভিউতে তিনি বলেছেন, “আপনি কীভাবে তাকে (বিরাট) উপেক্ষা করতে পারেন। তার ভারতীয় দলে থাকা উচিত। তিনি রান করছেন, এখানে কোহলির বাইরে দেখার সময় নয়, এটি এমন একটি সময় আপনার দলে কোহলি রয়েছেন, যিনি তরুণদেরও গ্রুম করতে পারেন। ভারত খুব ভালো করে দেখিয়েছে এবং বিরাটের দলে থাকা উচিত। এই বিষয়ে কোনোরকম সন্দেহ থাকার কথা নয়।”

https://twitter.com/ians_india/status/1767810548798742912

টি-২০ বিশ্বকাপে বিরাটের ভারতীয় দলের বাদ পড়া নিয়ে যে জল্পনার সৃষ্টি হয়েছে, সেখানে বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পিচ গুলি খুব ধীর গতির। তাই সেখানে বিরাটকে নিয়ে গেলে তার খেলতে সমস্যা হতে পারে। এমন প্রসঙ্গ শুনে অনেক বিশেষজ্ঞই ২০২২ বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। যদিও বিষয়টি সঠিক নাকি ভুল, এই নিয়ে কোনো অফিসিয়াল খবরাখবর নেই। তার জন্য ভক্তদের আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

Tags:    

Similar News