David Warner: বিশ্বকাপ থেকে বিদায় নিতেই অবসর ঘোষণা ওয়ার্নারের, ১৫ বছরের ক্যারিয়ারে ইতি টানলেন অজি লেজেন্ড

By :  SUMAN
Update: 2024-06-25 11:19 GMT

২০২৩ বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) জিতে একদিনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অজি কিংবদন্তি ডেভিড ওয়ার্নার (David Warner)। এরপর চলতি বছরের শুরুতে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ টেস্ট ম্যাচ খেলেন। শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (ICC T20 World Cup 2024) এর জন্য টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানাননি তিনি। তবে অনেক আগেই জানিয়েছিলেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপই তার আন্তর্জাতিক ক্রিকেটের অন্তিম মেগাইভেন্ট। তারপরে আর কোনোদিনও অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে না তাকে।

কিন্তু এত তাড়াতাড়ি সেই দিন সামনে চলে আসবে, কেউ স্বপ্নেও ভাবেনি। সোমবার সুপার ৮ পর্বে ভারতের বিরুদ্ধে (India vs Australia) ম্যাচই তার আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে দাঁড়ালো। যদি অস্ট্রেলিয়া ওই ম্যাচ জিততো, তাহলে ওয়ার্নারের সামনে সুযোগ থাকতো অস্ট্রেলিয়ার জার্সিতে আরও কয়েকটি ম্যাচ খেলার। কিন্তু সেই সুযোগ আর এলো না ওয়ার্নারের সামনে। আজ বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তান জয়লাভ করায় সেমি ফাইনাল না খেলেই বিদায় নিতে হল অস্ট্রেলিয়াকে। সেই সঙ্গে এক বিশেষ অধ্যায় শেষ হল অজি কিংবদন্তি ডেভিড ওয়ার্নারের।

তবে কেরিয়ারের শেষটা খুব একটা বর্ণময় হল না ওয়ার্নারের। ওডিআই কেরিয়ারের শেষটা স্বপ্নপূরণের মতো হলেও, টি-টোয়েন্টি ফরম্যাটে নিরাশ হয়েই বিদায় জানাতে হল ৩৭ বছর বয়সী ওয়ার্নারকে। ড্রেসিংরুমে ফেরার সময় গার্ড অফ অনার পাওয়াটাও আক্ষেপ থেকে গেল ওয়ার্নারের। যদিও ওয়ার্নারের সামনে ২০২৫ পর্যন্ত জাতীয় দলের জায়গা খোলা ছিল, কিন্তু তার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে একেবারেই অবসর নিলেন তিনি।

ডেভিড ওয়ার্নার তার আন্তর্জাতিক কেরিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন। দুইবার ওডিআই বিশ্বকাপ (২০১৫, ২০২৩) চ্যাম্পিয়ন, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও জিতেছেন ওয়ার্নার। এদিকে তিনি তার আন্তর্জাতিক কেরিয়ারে তিন ফরম্যাট মিলে ১৮৯৯৫ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৪৯ টি সেঞ্চুরি। এই সবকিছুর মধ্যে স্মরণীয় হয়ে থাকবে ২০১৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে তার ৩৩৫ রানের টেস্ট ইনিংসটি।

Tags:    

Similar News