DC vs RR: আজও কোয়ালিফাই হল না সঞ্জুরা, টানটান ম্যাচে রাজস্থানকে হারিয়ে এখনো জীবিত ঋষভের দিল্লি
এখনো আইপিএল ২০২৪ (IPL 2024) এ প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মতো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানীয় দলকে ২০ রানে হারিয়ে এই মরশুমের ষষ্ঠ জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। আর এই জয়ের সাথেই পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এল তারা। এখান থেকে তাদেরকে কোয়ালিফাই করতে গেলে দুই ম্যাচে দুটিতেই জয়লাভ করতে হবে।
আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২২১ রান তোলে দিল্লি ক্যাপিটালস। যার মধ্যে দিল্লির ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্কের (Jake Fraser-McGurk) ব্যাট থেকে আসে ২০ বলে ৫০ রান এবং অভিষেক পোড়েলের (Abishek Porel) ব্যাট থেকে আসে ৩৬ বলে ৬৫ রান। এছাড়া শেষের দিকে ব্যাট করতে এসে ২০ বলে ৪১ রানের ইনিংস খেলে দলকে বড় জায়গায় পৌঁছে দেন ত্রিস্টান স্টাবস (Tristan Stubbs)।
রাজস্থান রয়্যালসকে খাতায়কলমে কোয়ালিফাই করার প্রয়োজন ছিল ২০ ওভারে ২২২ রান। যা তাড়া করতে নেমে প্রথমে ওভারেই মাত্র ৪ রান করে মূল্যবান উইকেট হারান যশস্বী জয়সওয়াল। তাকে ফেরান খলিল আহমেদ। এরপর জস বাটলারও ১৯ রান করে পাওয়ারপ্লের শেষ ওভারে অক্ষর প্যাটেলের বলে আউট হন। এখান থেকে ম্যাচের দায়িত্ব এসে পড়ে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং রিয়ান পরাগের উপর। এই জুটি বেশ কিছুক্ষণ ক্রিজে নিজেদের দায়িত্ব পালন করলেও, রিয়ান পরাগ ২৭ রান করে রাশিখ সালামের বলে আউট হন।
এখান থেকে রাজস্থানকে জিততে প্রয়োজন ছিল ১১৯ রান। যাই হোক, এই সময়ের দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অধিনায়ক সঞ্জু। প্রায় বলে বলেই বাউন্ডারির দিকে নজর ছিল তার। তবে ৪৬ বলে ৮৬ রানের ইনিংস খেলে মুকেশ কুমারের শিকার হন তিনি। ক্যাচ নিয়ে অসন্তুষ্টি থাকলেও, ফিরতে হয় তাকে। সঞ্জু আউটের পর শুভম দুবেও হাত খোলার চেষ্টা করেন, তবে তিনি ১২ বলে ২৫ রান করে খলিল আহমেদের শিকার হন। এরপর ডোনাভন ফেরাইরা ব্যাট করতে এসে মাত্র ১ রান করে কুলদীপ যাদবের শিকার হন। যাই হোক, এখান থেকে রাজস্থানের একমাত্র ভরসা ছিল রভম্যান পাওয়েল, তবে তিনি ১৩ রান করে মুকেশ কুমারের বলে আউট হতেই, রাজস্থান জয়ের কাছাকাছি গিয়েও ২০ রানে হার শিকার করে।
দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের স্কোরকার্ড (Delhi Capitals vs Rajasthan Royals Match Scorecard):
দিল্লি ক্যাপিটালস: ২২১/৮ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস: ২০১/৮ (২০ ওভার)
ম্যাচটি দিল্লি ক্যাপিটালস ২০ রানে জয়লাভ করেছে।