WPL 2024:জেমিমার ইনিংসে ভর করে মুম্বাইকে মাত দিল দিল্লি, বজায় রাখলো টেবিলে শিখরের স্থান

By :  techgup
Update: 2024-03-05 17:45 GMT

আজ সম্পূর্ণ হল দিল্লি ক্যাপিটালস মহিলা বনাম মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা দলের ম্যাচ (Delhi Capitals Women vs Mumbai Indians Women)। এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দলকে ২৯ রানের বড় মাত্রায় হারালো দিল্লি ক্যাপিটালস। আর এই জয়ের পাশাপাশি ৮ পয়েন্টের সাথে মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2024) পয়েন্ট তালিকার প্রথম স্থান নিজেদের দখলে রাখলো দিল্লি ক্যাপিটালস।

আজও টসে জিতে বোলিং করার ট্রেন্ড অব্যাহত। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। প্রথমে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠিয়ে অল্প রানে আটকে দেওয়াটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের লক্ষ্য। কিন্তু তাদের সিদ্ধান্তই এভাবে ভুল প্রমাণিত হবে, তা হয়তো ম্যাচ শুরুর আগে ভাবেননি হরমনপ্রীতরা।

প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯২ রান স্কোরবোর্ডে তোলে। যার মধ্যে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে ইনিংসের সূচনা করেছিলেন দিল্লির অধিনায়ক ম্যাগ ল্যানিং (Meg Lanning)। অন্যদিকে শেফালি ভর্মা (Shafali Varma) দুর্দান্ত শুরু করেছিলেন, তিনি ১২ বলে ২৮ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়া জেমিমাহ রড্রিগেসের (Jemimah Rodrigues) ব্যাট থেকে আসে মাত্র ৩৩ বলে ৬৯ রান।

দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স মহিলারা। এই ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হেইলি ম্যাথিউস (Hayley Matthews) ১৭ বলে ২৯ রান করে খুব ভালো শুরু করলেও, ক্রিজে তার সাথ দিতে পারেননি কেউ। মাত্র ৬৮ রানেই ৫ উইকেট হারায় মুম্বাই। এখান থেকে আমানজোত কৌর (Amanjot Kaur) এবং পূজা বস্ত্রকার (Pooja Vastrakar) মিলে ৪৮ রানের পার্টনারশিপ করলেও, আমানজোত ২৭ বলে ৪২ রান করে আউট হিয়ে যান। এরপরেই জয়ের লক্ষ্য থেকে পিছু পা হতে হয় মুম্বাইকে। এস সাজানা ২৪ রান করে শেষপর্যন্ত চেষ্টা করলেও, ম্যাচটি ২৯ রানে দিল্লির কাছে হারতে হয় মুম্বাইকে।

দিল্লি ক্যাপিটালস মহিলা বনাম মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা ম্যাচের স্কোরকার্ড (Delhi Capitals Women vs Mumbai Indians Women Match Scorecard):

দিল্লি ক্যাপিটালস মহিলা: ১৯২/৪ (২০ ওভার)

মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা: ১৬৩/৮ (২০ ওভার)

ম্যাচটি দিল্লি ক্যাপিটালস মহিলা দল ২৯ রানে জয়লাভ করেছে।

Tags:    

Similar News