ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের উপর আইসিসির বড় সাজা, এই‌ কারণে নির্বাসিত করা হল পাঁচ বছরের জন্য

By :  techgup
Update: 2024-05-03 12:23 GMT

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ডেভন থমাস (Devon Thomas)। আইসিসি (ICC) জানায়, ৩৪ বছর বয়সী থমাস 'শ্রীলঙ্কা ক্রিকেট, আমিরাত ক্রিকেট বোর্ড ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দুর্নীতি দমন কোডের সাতটি ধারা ভঙ্গের কথা স্বীকার করেছেন। এই লঙ্ঘনগুলি ব্যফলাফল ঠিক করার মাধ্যমে তদন্তকে বাধা দেওয়ার চেষ্টা এবং প্রমাণ গোপন করা, টেম্পারিং করা বা ধ্বংস করার সাথে সম্পর্কিত।

ডেভন থমাসের নিষেধাজ্ঞা কার্যকর হবে গত বছরের ২৩ মে থেকে, যেদিন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। নিষেধাজ্ঞার শেষ ১৮ মাস স্থগিত থাকবে। আইসিসির মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেন, 'এই নিষেধাজ্ঞা ন্যায়সঙ্গত এবং খেলোয়াড় ও দুর্নীতিবাজদের একটি শক্তিশালী বার্তা দেওয়া উচিত যে আমাদের খেলাধুলাকে দুর্নীতিগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে।"

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হয় ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান ডেভন থমাসের। ২০২২ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। ২০১১ বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে একটি টেস্ট, ২১টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। এতে তার নামে আছে যথাক্রমে ৩১, ২৩৮ ও ৫১ রান। বোলিংয়েও চারটি আন্তর্জাতিক উইকেট রয়েছে তার।

Tags:    

Similar News