খেলেছেন ছয়টি দলের হয়ে, এবার এইবছর আইপিএল খেলে ক্যারিয়ারে ইতি টানবেন এই প্রাক্তন KKR অধিনায়ক

By :  techgup
Update: 2024-03-07 09:39 GMT

ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক (Dinesh Karthik) ২২ শে মার্চ থেকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ২০২৪ মরসুমে শেষবারের মতো এই লিগে খেলতে চলেছেন এবং এই টি-টোয়েন্টি লিগের পরে তার আন্তর্জাতিক অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ৩৮ বছর বয়সী কার্তিক ২০০৮ সাল থেকে আইপিএলের ১৬টি আসরের সবকটিতেই খেলেছেন । এই সময়ের মধ্যে ১৬ মরসুমে মাত্র দুটি ম্যাচ খেলেননি তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের (BCCI)একটি সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, '২০২৪ মরশুমই হবে তার (দীনেশ কার্তিক) শেষ আইপিএল। আইপিএলের পর আন্তর্জাতিক ক্রিকেটেরও অবসর নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।"

আইপিএলের অন্যতম অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান কার্তিক এই‌ লিগে ছয়টি দলের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে ক্যাপিটালস) দিয়ে শুরু করেছিলেন এবং তারপরে ২০১১ সালে কিংস ইলেভেন পাঞ্জাবে (বর্তমানে পাঞ্জাব কিংস) যোগ দিয়েছিলেন। পরের দুই মসুম মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পর ২০১৪ সালে ১২.৫ কোটি টাকাতে দিল্লিতে ফিরে আসেন তিনি। ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) তাকে ১০.৫ কোটি টাকায় চুক্তিবদ্ধ করে। তিনি ২০১৬ এবং ২০১৭ সালে গুজরাট লায়ন্সের হয়ে খেলেছিলেন এবং চার মরসুম কলকাতা নাইট রাইডার্সের অংশ ছিলেন।

তার নেতৃত্বে, নাইট রাইডার্স (KKR) দল ২০১৮ সালে আইপিএল প্লে অফে পৌঁছেছিল এবং দলটি ২০১৯ সালে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে ছিল। আইপিএল ২০২২-এর আগে, কার্তিককে কেকেআর ছেড়ে দিয়েছিল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে দ্বিতীয়বারের জন্য ৫.৫ কোটি টাকায় কিনেছিল। মূলত ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হয়ে ২০২২ সালে আরসিবির হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। কার্তিক ২০২২ সালে ১৬ ম্যাচে ৫৫ গড় এবং ১৮৩.৩৩ স্ট্রাইক রেটে ৩৩০ রান করেছিলেন এবং দলকে প্লে অফে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই পারফরম্যান্সের ভিত্তিতে, কার্তিক অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন তবে তিনি প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল সেমিফাইনালে তৎকালীন চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে হেরে ছিটকে যায়।

এতদিনে ধারাভাষ্যকার হিসেবেও সুনাম কুড়িয়েছেন কার্তিক। তামিলনাড়ুর এই খেলোয়াড় আন্তর্জাতিক কেরিয়ারেও ভাল পারফর্ম করেছেন, বিশেষত কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির সাথে তার ক্যারিয়ারের সংঘর্ষের কথা বিবেচনা করা হয়। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেকের পর থেকে ২৬টি টেস্ট খেলে ১০২৫ রান করেছেন কার্তিক। ৫৭টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ৬টি স্টাম্পও নিয়েছেন তিনি। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালে। ওয়ানডেতে ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৯৪ ম্যাচে ১৭৫২ রান করার পাশাপাশি ৬৪টি ক্যাচ ও সাতটি স্টাম্পিং করেছেন তিনি। ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে সংক্ষিপ্ততম ফরম্যাটে অভিষেকের পর ২০২২ সালে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন কার্তিক। ৬০টি টি-টোয়েন্টি ম্যাচে ৬৮৬ রান, ৩০টি ক্যাচ ও ৮টি স্টাম্পিং করেছেন তিনি। সম্প্রতি নবি মুম্বইয়ে ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে অংশ নিয়েছেন কার্তিক।

Tags:    

Similar News