'আমি ওর থেকে শিখছি', দুর্দান্ত ফিনিশে RCB-কে ম্যাচ জিতিয়ে এই KKR তারকাকে কৃতিত্ব দিলেন কার্তিক
ভারত জুড়ে বিভিন্ন আঞ্চলিক ক্রিকেট অ্যাকাডেমির মাধ্যমে প্রতি বছর অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছেন। তবে তাদের মধ্যে অনেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করতে না পেরে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যান। তবে গত বছর আইপিএল (IPL) থেকে দুরন্ত পারফরম্যান্স করে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং (Rinku Singh) সকলের মন জয় করে নিয়েছেন। এবার তার বিষয়ে ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেশ কার্তিক (Dinesh Karthik) গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।
গত বছর আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সের হয়ে শেষ ৫ বলে ৫ টি ছয় মেরে জয় এনে দিয়েছিলেন। তারপর থেকেই তিনি ক্রিকেট মহলে আলোচনায় উঠে আসেন। এর সঙ্গেই ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে ভারতীয় এই ব্যাটসম্যান বর্তমানে জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন। রিঙ্কুর ব্যাট থেকে এখনও পর্যন্ত দেশের হয়ে ১৫ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৩৫৬ রান এসেছে। এবার এই নাইট তারকার পারফরমেন্স নিয়ে দিনেশ কার্তিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান প্রসংশা করলেন।
গতকাল পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি রিঙ্কু সিংয়ের পারফরমেন্স দ্বারা অনুপ্রাণিত হচ্ছি। ও খুবই ভালো ব্যাটিং করছে। ফলে এই টুর্নামেন্টে অনেক ভয়ঙ্কর ক্রিকেটার আছেন যাদের আমি প্রতিনিয়ত দেখছি এবং শেখার চেষ্টা করছি।" উল্লেখ্য দিনেশ কার্তিক দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এমনকি এই দলের হয়ে তিনি বেশ কিছু ম্যাচে অধিনায়কত্ব করেছেন।
এছাড়াও দিনেশ কার্তিক ভারতের হয়ে দীর্ঘদিন ধরে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার এখনও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে সকলের মন জয় করছেন। এই বছর আইপিএলের প্রথম ম্যাচেই তিনি চেন্নাইয়ের বিপক্ষে অপরাজিত ২৬ বলে ৩৮ রান করেন। এমনকি গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষেও দিনেশ কার্তিক ১০ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন। এর সঙ্গেই এই বছরই সম্ভবত তিনি নিজের ক্রিকেট জীবনের শেষ আইপিএল খেলছেন।