IND vs ENG 5th Test: সম্মানরক্ষার টেস্টের জন্য একাদশ ঘোষণা ইংল্যান্ডের, ভারতকে আটকাতে দলে হয়েছে বড় বদল

By :  techgup
Update: 2024-03-06 10:01 GMT

আগামীকাল অর্থাৎ ৭ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল (England vs India Match) নিয়মরক্ষার শেষ টেস্ট ম্যাচে মাঠে নামতে চলেছে। ইতিমধ্যেই ব্লু ব্রিগেডরা চলমান ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৩-১ ম্যাচে জয় তুলে ঘরের মাটিতে টেস্ট সিরিজ জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। এবার শেষ ম্যাচে মাঠে নামার আগেই ইংলিশ বাহিনী তাদের একাদশ প্রকাশ করলো। এই দলে একটি গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে।

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হায়াদ্রাবাদে ইংল্যান্ড দুরন্ত লড়াই করে জয় তুলে নেয়। তবে এরপরেই রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ব্লু ব্রিগেড অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে ঘুরে দাঁড়ায়। সরফরাজ খান (Sarfaraz Khan), ধ্রুব জুরেলের (Dhruv Jurel) মতো তরুণ ক্রিকেটাররা দলকে একের পর এক ধারাবাহিকভাবে জয় এনে দিয়েছেন। এবার আগামীকাল থেকে ধর্মশালায় ইংল্যান্ড শেষ ম্যাচে অন্তত ভারতকে হারিয়ে দৃষ্টান্ত তৈরি করতে চাইছে।

আজ প্রকাশিত শেষ টেস্ট ম্যাচের জন্য ইংল্যান্ডের একাদশে অলি রবিনসনের (Ollie Robinson) জায়গায় মার্ক উডকে (Mark Wood) ফিরিয়ে আনা হয়েছে। অলি রবিনসন শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। এর সঙ্গেই মার্ক উড এখনও পর্যন্ত এই চলমান সিরিজে ২ ম্যাচে মোট ৪ উইকেট সংগ্রহ করেছেন। মার্ক উডের সঙ্গে অন্যতম পেসার ৪১ বছর বয়সী জেমস অ্যান্ডারসন (James Anderson) আগামীকাল টানা ৩ টেস্ট ম্যাচে অংশগ্রহণ করতে চলেছেন। তিনি আর মাত্র ২ টি উইকেট সংগ্রহ করলেই আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে ৭০০ উইকেট তুলে নেওয়ার রেকর্ড করবেন।

ভারতের বিপক্ষে পঞ্চম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের একাদশ (England Playing XI for 5th Test Match against India)

জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (c), বেন ফোকস, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির

Tags:    

Similar News