Breaking News: মুম্বাইয়ের বিরুদ্ধে টস ফিক্সিংয়ের অভিযোগ ফাফের, RCB অধিনায়কের মন্তব্যে হুলুস্থুল ক্রিকেটবিশ্বে
আইপিএল ২০১৪ (IPL 2024) এর সফর এখন মাঝ পর্যায়ে। ইতিমধ্যে প্রতিটি দল প্লে অফে জায়গা করার জন্য নিজেদের সেরাটা দিয়ে খেলছে। পয়েন্টস টেবিলেও চলছে রেষারেষি। টুর্নামেন্টে এখনো পর্যন্ত উপরের দিকে রয়েছে রাজস্থান, কলকাতারা। অন্যদিকে নিচের দিকে রয়েছে বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লির মতো দলগুলি।
তবে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ফিক্সিং এর মত গুরুতর অভিযোগ আনলেন আরসিবির (RCB) অধিনায়ক ফাফ ডু প্লেসিস (Faf Du Plessis)। আসলে গত ১১ই এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। সেই ম্যাচে টসের সময় রেফারির উপর কয়েন উল্টে মুম্বাইয়ের পক্ষে সিদ্ধান্ত দেওয়ার মতো গুরুতর অভিযোগ ঘটেছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আস্তে আস্তে জিনিসটা চাপা পড়ে যায়।
তবে আজকের ম্যাচে প্যাট কামিন্সের সাথে টসের সময় উপস্থিত ফাফ সেই দিনের ঘটনাটি তাকে বর্ণনা করতে থাকেন এবং টসের সিদ্ধান্ত বদলে দেওয়ার অভিযোগ আনেন রেফারির উপর। ফাফের এই অভিযোগ ইতিমধ্যেই ক্রিকেট জগতে সাড়া ফেলে দিয়েছে। আসলেই অভিযোগ অনুযায়ী জিনিসটি হয়েছিল কিনা সে সম্পর্কে এখনো কোনো রকম সত্যতা পাওয়া যায়নি তবে যদি ব্যাপারটি সত্যি হয়ে থাকে তাহলে এটি আইপিএলের বুকে আরো একটি কালো দাগ হতে চলেছে।