IPL 2024: পাঁচজন দামী প্লেয়ার, যারা আশ্চর্যজনকভাবে এখনো পর্যন্ত একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি

By :  techgup
Update: 2024-04-24 11:37 GMT

আইপিএল ২০২৪ (IPL 2024) এর প্রথমার্ধ শেষ। এই টুর্নামেন্টে এখনো প্রত্যেকটি দলই নিজেদের ৭-৮ টি করে ম্যাচ খেলে নিয়েছে। এমন সমিয়ে বিচিত্র জায়গায় দাঁড়িয়ে আইপিএল। কিন্তু অনেকগুলি ফ্র‍্যাঞ্চাইজি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে বেশ কিছু দামী খেলোয়াড়কে বসে থাকতে হচ্ছে। এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো, এমন ৫ জন তারকাকে নিয়ে যারা ১.৫ কোটি কিংবা তার বেশি দামে বিক্রি হলেও, এবার আইপিএলে একটি ম্যাচেও তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাননি।

১. জোশুয়া লিটিল (Joshua Little):

আইরিশ পেসার জোশুয়া লিটিল আইপিএল ২০২৩ এ গুজরাট টাইটান্সের হয়ে বেশ ভালো বল করে দেখিয়েছেন। এই বাঁ-হাতি স্পিডস্টার ৪.৪ কোটি টাকার চুক্তিতে গুজরাটের সাথে রয়েছেন। কিন্তু অবাক করা বিষয় হল গুজরাট নিলামে স্পেনসার জনসনকে দলে নেওয়ায় এখনো পর্যন্ত একটি ম্যাচেও প্রথম একাদশে জায়গা নেই লিটিলের।

২. ক্রিস ওকস (Chris Woakes):

সম্প্রতি পাঞ্জাব কিংসের সাথে রয়েছেন এই অভিজ্ঞ ইংলিশ অলরাউন্ডার। ওকসকে এবছর আইপিএল নিলামে ৪.২ কোটি টাকায় পাঞ্জাব দলে নিলেও, এখনো পর্যন্ত তাকে একটি ম্যাচও না খেলিয়ে বেঞ্চে বসিয়ে রেখেছে তারা।

৩. জয়ন্ত যাদব (Jayant Yadav):

এই তালিকায় রয়েছেন গুজরাট টাইটান্সের আরেক তারকা জয়ন্ত যাদব। এই ভারতীয় অফ-স্পিনারকে ১.৭ কোটি টাকা মূল্যে দলে রেখেছে গুজরাট টাইটান্স। কিন্তু এখনো পর্যন্ত একটি ম্যাচ খেলারও সুযোগ হয়নি জয়ন্ত যাদবের।

৪. শেরফেন রাদারফোর্ড (Sherfane Rutherford):

আইপিএল ২০২৪ নিলামে ক্যারিবিয়ান অলরাউন্ডার শেরফেন রাদারফোর্ডকে ১.৫ কোটি টাকায় দলে সামিল করেছে কলকাতা নাইট রাইডার্স। তাকে আন্দ্রে রাসেলের ব্যাক আপ হিসাবে দলে নিয়েছে কলকাতা। যেহেতু রাসেল খুব ভালো খেলছেন, তাই এবারে একটিও ম্যাচে এখনো খেলার সুযোগ হয়নি রাদারফোর্ডের।

৫. গ্লেন ফিলিপস (Glenn Phillips):

কিউয়ি অলরাউন্ডার গ্লেন ফিলিপসও রয়েছেন এই তালিকার অন্তর্ভুক্ত। এই অলরাউন্ডারের বেতন ১.৫ কোটি টাকা হলেও, বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদ যে ছন্দে রয়েছে, তাই ফিলিপসের মতো একজন অলরাউন্ডারকেও একটি ম্যাচ না খেলে বসে থাকতে হচ্ছে।

Tags:    

Similar News