লোকসভা নির্বাচনের আগেই রাজনীতি ছাড়লেন গম্ভীর, KKR-এর জন্য বড় ত্যাগ স্বীকার প্রাক্তন নাইট অধিনায়কের

By :  techgup
Update: 2024-03-02 06:59 GMT

একদিকে যেমন আর কিছুদিন পরেই আইপিএলের (IPL) মহারণ শুরু হবে ঠিক তার মধ্যেই ভারতের লোকসভার নির্বাচন নিয়েও দেশ জুড়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা থাকায় অনেক ক্ষেত্রে বাধ্য হয়েই ক্রিকেটাররা রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়তে বাধ্য হন। তবে এবার ২০২৪ লোকসভা নির্বাচনের আগে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) দায়িত্ব সামলানোর জন্য সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন।

গৌতম গম্ভীর ভারতের অন্যতম সফল একজন ব্যাটসম্যান। তিনি দীর্ঘদিন ধরে ভারতের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ২০১১ সালের একদিনের বিশ্বকাপের (World Cup 2011) ফাইনালে গম্ভীরের হার না মানা ৯৭ রান এখনও ক্রিকেট ভক্তদের মনে জায়গা করে আছে। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এই ভারতীয় তারকা ২০১৯ সালে সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করেন। এই বছরই তিনি পূর্ব দিল্লি থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে সাংসদ হিসাবে নির্বাচিত হন।

এবার ২০২৪ লোকসভা নির্বাচনের আগে ক্রিকেটকে এগিয়ে রেখে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত নিলেন। আজ নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তিনি লেখেন,"আমি মাননীয় পার্টি সভাপতি জিপি নড্ডা (J. P. Nadda) মহাশয়কে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছি যাতে আসন্ন ক্রিকেট প্রতিশ্রুতিগুলিতে আমি বেশি মনোযোগ দিতে পারি। আমি আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মহাশয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মহাশয়কে ধন্যবাদ জানাই আমাকে মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য।"

https://twitter.com/GautamGambhir/status/1763785102268772777

প্রসঙ্গত গম্ভীর সাংসদ থাকাকালীনই লখনউ সুপার জায়ান্টসের (Lokhnow Super Giants) হয়ে আইপিএলে মেন্টর হিসাবে নিজের দায়িত্ব সামলেছেন। কিন্তু ২০২৪ আইপিএলের আগে তিনি নিজের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে ফিরে এসেছেন। দীর্ঘদিন এই বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান কলকাতার হয়ে নেতৃত্ব দিয়ে আইপিএলে এই দলকে দুবার চ্যাম্পিয়ন করেছেন। তাই নাইট রাইডার্সের প্রতি গৌতম গম্ভীরের আবেগ কারোর কাছে অজানা নয়। তিনি এই বছর কলকাতাকে চ্যাম্পিয়ন করার জন্য এখন থেকেই পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ফলে বলাই যায় নাইট বাহিনীদের জন্য সবকিছু উজাড় করে দিতে এবার গম্ভীর রাজনৈতিক জীবনে ইতি টানলেন।

Tags:    

Similar News