IPL 2024: সিজন শুরুর আগেই লক্ষ্যস্থির নাইটদের, কিভাবে খেলতে হবে কড়া ভাষায় জানিয়ে দিলেন গম্ভীর

By :  techgup
Update: 2024-03-16 08:01 GMT

ইতিমধ্যেই পড়ে গেছে আইপিএলের (IPL 2024) ঢাকে কাঠি। শুধু কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। এটি আইপিএলের সপ্তদশ সংস্করণ। আইপিএলে অংশগ্রহণকারী প্রত্যেকটি দল নিজেদের মধ্যে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। অনুশীলনে এখনো পর্যন্ত যে দলের হালচাল মানুষের নজর কেড়েছে, তা হল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)।

কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) মেন্টর পদে ফেরানোর পর থেকেই জৌলুস বেড়েছে কেকেআরের। এবারে দলটিকে বিগত কিছু মরশুমের তুলনায় সুন্দর দেখাচ্ছে। তবে যে বিষয়টি অনেকেই আশা করেছিলেন, তা হল গম্ভীর মেন্টর হয়ে আসায় দলের ক্রিকেটারদের অনুশীলন থেকে শুরু করে দলের ক্রিকেটারদের নিজেদের নিজেদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সব কিছুরই কাজ শুরু করে দিয়েছেন তিনি।

এছাড়া সব থেকে যে বিষয়টি মানুষকে অবাক করেছে, তা হল এখন থেকেই ফাইনালের লক্ষ্যের কথা স্কোয়াডের সকলকে জানিয়ে দিয়েছেন গম্ভীর। কেকেআরের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে গম্ভীরকে বলতে শোনা গেছে, “২৬ শে মে, আমাদের সেখানে থাকতে হবে, সবকিছু দিতে হবে যতটা সম্ভব এবং এটি আজ থেকে শুরু হচ্ছে। সুতরাং আমরা যদি একই পথে হাঁটি এবং লড়াই করতে পারি, আমি নিশ্চিত যে আমরা সাফল্য অর্জন করবোই।”

এছাড়া ওই একই ভিডিওতে গম্ভীর বলেছেন, “আমরা আজ থেকে মরশুমের নতুন শুভারম্ভ করছি, তা শারীরিক, মানসিক, দক্ষতার দিক থেকে। সবকিছুই সম্ভব। এটি খুব গর্বিত ফ্র্যাঞ্চাইজি। তোমরা একটি সফল ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করছো। নিশ্চিত করো যে তোমার সেইভাবে প্রশিক্ষণ করবে, সেইভাবে খেলবে এবং মাঠে তোমরা সেরকম মনোভাবের সাথে খেলতে নামবে।”

গম্ভীর আরও যোগ করেছেন, “একটা জিনিস আমি বিশ্বাস করি, সবসময় খেলোয়াড়দের স্বাধীনতা দেওয়া উচিত। এটি খুব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা আমার সাথে খেলেছে তারা আমার সম্পর্কে একটা বিষয় জানে, যে এই গ্রুপে সবার সাথে সমান আচরণ করা হয়। এখানে কোনো সিনিয়র বা জুনিয়র, অথবা কোনো দেশীয় বা আন্তর্জাতিক ভেদাভেদ নেই কারণ, আমাদের একটা মিশন রয়েছে, আর তা হল এই আইপিএল জয় করা। তাই প্রত্যেককে একটি সহজ পথ অনুসরণ করতে হবে।”

Tags:    

Similar News