Harshit Rana:সঙ্গী পেল রিঙ্কু! জিম্বাবুয়ে সিরিজে দুবে, স্যামসনদের পরিবর্তে দলে এলেন হার্ষিত রানা সহ আরো দুই তরুণ
ভারতীয় ক্রিকেটে দল এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করতে চলেছে। এই সিরিজে বিসিসিআই একাধিক তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ায় অনেক তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই বছর আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করা হার্ষিত রানা জায়গা না পাওয়ায় অনেকেই হাতাশ হন। তবে এবার এর মধ্যেই এই পেসারের ভাগ্যের চাকা খুললো।
এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে দুরন্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হয়। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে অনেক তরুণ ক্রিকেটারদের এই দলে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। তাদের মধ্যে বোলিং আক্রমণে হার্ষিত রানা বিধ্বংসী ফর্মে ছিলেন। তিনি একাই ১১ ইনিংসে ১৯ টি উইকেট সংগ্রহ করে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন। তবে আসন্ন জিম্বাবুয়ে সফরে জাতীয় দলে একাধিক তরুণ ক্রিকেটার জায়গা পেলেও তাকে দলে রাখা হয়নি।
এবার ভাগ্যচক্রে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২ ম্যাচে হার্ষিত রানা জায়গা পেয়েছেন। আজ বিসিসিআই একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে জানায় এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে থাকা সঞ্জু স্যামসন, শিবম দুবে এবং যশস্বী জয়সওয়াল বর্তমানে বার্বাডোসে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আটকে আছেন। ফলে ৬ জুলাই শনিবার থেকে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দিকে তাদের অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। ফলে এই ৩ গুরুত্বপূর্ণ ক্রিকেটারের পরিবর্তে সাই সুদর্শন, জিতেশ শর্মা এবং হার্ষিত রানাকে প্রথম দুই ম্যাচের জন্য দলে নিয়ে আসা হয়েছে।
জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য ভারতীয় স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, সাই সুদর্শন, জিতেশ শর্মা (উইকেটকিপার), হার্ষিত রানা।