সঞ্জু, শ্রেয়াস নাকি রুতুরাজ? IPL 2024-এ এখনো পর্যন্ত সেরা অধিনায়ক কে, জানিয়ে দিলেন বিশপ
আইপিএলের (IPL 2024) ইতিহাসে একাধিক সফল অধিনায়ককে আমরা নেতৃত্ব দিতে দেখেছি। তবে এই বছর টুর্নামেন্টে একাধিক তরুণ তারকা ক্রিকেটার দলগুলিকে সফলতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। এখনও পর্যন্ত এই বছর আইপিএলে ৩০ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফলে এই বছর আইপিএলের সেরা অধিনায়ক কে সেই বিষয়ে সাধারণ সমর্থক সহ ক্রিকেট বিশেষজ্ঞরাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। এবার ক্রিকেট বিশেষজ্ঞ ইয়ান বিশপ (Ian Bishop) ২০২৪ আইপিএলের সেরা অধিনায়ককে বেছে নিলেন।
২০২৪ আইপিএলের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে সফল অধিনায়ক রহিত শর্মাকে সরিয়ে কর্মকর্তারা হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্স থেকে আবার দলে ফিরিয়ে এনে নেতৃত্বের দায়িত্ব তুলে দেন। ফলে বর্তমানে গুজরাট টাইটান্সকে প্রথমবারের মতো শুভমান গিল নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও চলমান টুর্নামেন্ট শুরুর আগে চেন্নাই সুপার কিংসের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে যান। তার পরিবর্তে বর্তমানে রুতুরাজ গায়কোয়াড দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
এবার এর মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ ইয়ান বিশপ এক র্যাপিড ফায়ার প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে এই বছর আইপিএলের সেরা অধিনায়ককে বেছে নিলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এই প্রশ্নের ভিত্তিতে প্রথমে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্থ এবং গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলের মধ্যে গিলকে বেছে নেন। তবে গিল এবং রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের মধ্যে সঞ্জুকে বিশপ এগিয়ে রাখেন। এছাড়াও তিনি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসিস, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড এমনকি সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্সের মধ্যেও সঞ্জু স্যামসনকে এই বছরের অন্যতম অধিনায়ক হিসাবে চিহ্নিত করেন।
তবে সঞ্জু স্যামসন এবং কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) মধ্যে বিশপ উল্লেখযোগ্যভাবে শ্রেয়াস আইয়ারকে বেছে নেন। শেষে তিনি পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার থেকেও শ্রেয়াসকে এগিয়ে রাখেন। ফলে ইয়ান বিশপের মতে এই বছর আইপিএলের সেরা অধিনায়ক হলেন কলকাতা নাইট রাইডার্সের শ্রেয়াস আইয়ার। তার নেতৃত্বেই এখনও পর্যন্ত চলমান টুর্নামেন্টে নাইট বাহিনী ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে। উল্লেখ্য আজ কলকাতা নাইট রাইডার্স আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে।