Champions Trophy 2025: ভারতের ম্যাচ হবে অন্য কোনো দেশে, চ্যাম্পিয়নস ট্রফির জন্য বড় বাজেট প্রকাশ ICC-এর

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আর মাত্র ৬ মাস সময় থাকলেও, এখনো আইসিসি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি ভারতের ম্যাচগুলি পাকিস্তানে হবে নাকি অন্যত্র দেশে হবে। তবে রাজনৈতিক গোলযোগের জন্য পাকিস্তানে ক্রিকেটারদের পাঠাতে একেবারেই নারাজ আরতীয় ক্রিকেট বোর্ড।

By :  ANKITA
Update: 2024-08-04 15:17 GMT

আসন্ন বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫৷ হাতে আর ৬ মাস সময় থাকলেও, এখনো আইসিসি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি ভারতের ম্যাচগুলি পাকিস্তানে হবে নাকি অন্যত্র দেশে হবে। তবে রাজনৈতিক গোলযোগের জন্য পাকিস্তানে ক্রিকেটারদের পাঠাতে একেবারেই নারাজ আরতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কয়েকদিন আগেই শ্রীলঙ্কার বৈঠকে আসন্ন বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা হয়েছিল। তবে এখনো আনুষ্ঠানিক খবরাখবর কিছু জানানো হয়নি। কিন্তু সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৬৫ মিলিয়ন ডলার অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেটে কাউন্সিল (আইসিসি)। যা ভারতীয় অর্থে প্রায় ৫৪৫ কোটি টাকা।

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে এই চুক্তি করেছে এবং বাজেট ঠিক করেছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি, লাহোর এবং করাচির স্টেডিয়ামগুলির উন্নয়নের জন্য ৩৫ মিলিয়ন ডলার ঘোষণা করেছে আইসিসি। এছাড়া ২০ মিলিয়ন ডলার অংশগ্রহণকারীদের পুরস্কারের জন্য এবং বাকি ১০ মিলিয়ন ডলার সেখানকার খেলার প্রোডাকশনে উন্নতিসাধনের জন্য।

অন্যদিকে, এই একই বাজেটই অনুমোদন করা হবে পাকিস্তানের বাইরের ম্যাচগুলির জন্য। অর্থাৎ এই বিষয়টি স্পষ্ট যে, ভারতের ম্যাচ সহ নকআউট ম্যাচগুলি পাকিস্তানে নয়, বরং অন্যত্র কোনো দেশে অনুষ্ঠিত হবে। তবে কোথায় সেই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো খবরাখবর নেই। তার জন্য ভক্তদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

Tags:    

Similar News