IND W vs UAE W: টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়লো ভারতীয় মহিলা দল, বানালো সবচেয়ে বড় স্কোর

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ২০০ রানের গন্ডি পেরিয়েছে নারী দল। এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে টিম ইন্ডিয়ার সর্বোচ্চ স্কোর ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০১৮ সালে মুম্বাইয়ে টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৮ রান করেছিল টিম ইন্ডিয়া।

By :  techgup
Update: 2024-07-21 19:51 GMT

মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা দল। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০১ রানের বিশাল স্কোর তুলেছে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে এই ফরম্যাটে সবচেয়ে বড় স্কোর করার রেকর্ড গড়ল ভারতের মহিলা দল। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ২০০ রানের গন্ডি পেরিয়েছে নারী দল। এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে টিম ইন্ডিয়ার সর্বোচ্চ স্কোর ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০১৮ সালে মুম্বাইয়ে টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৮ রান করেছিল টিম ইন্ডিয়া।

এছাড়া ভারতীয় মহিলা দলের তৃতীয় সর্বোচ্চ স্কোর ছিল ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৪ রান। এছাড়া ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৭ রান করেছিল টিম ইন্ডিয়া। আবার ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০ ওভারের ক্রিকেট ম্যাচে ১৮৫ রান করেছিল ভারতীয় মহিলা দল।

আজ এশিয়া কাপে টিম ইন্ডিয়ার হয়ে শক্তিশালী ব্যাটিং করেছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৪৭ বলে ৬৭ রান করেছেন হরমনপ্রীত। তার ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া ব্যাটিংয়েও ঝড় তুলেছেন রিচা ঘোষ। ২২০.৬৯ স্ট্রাইক রেটে মাত্র ২৯ বলে ৬৪ রান করেন রিচা। রিচা ১২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। এছাড়াও, শেফালি ভার্মাও টিম ইন্ডিয়ার হয়ে ১৮ বলে ৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে একটি ঝড়ো সূচনা এনে দিয়েছিলেন আজকের ম্যাচে।

বোলিংয়ের ক্ষেত্রে কাভিশা এগোদাগে সংযুক্ত আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন সামাইরা ধরণীধরকা ও হীনা হোতচান্দানি।

ভারতের বিশাল ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২৩ রানে অলআউট হয় গেছে সংযুক্ত আরব আমিরাত। ম্যাচের সেরা হয়েছে রিচা ঘোষ।

Tags:    

Similar News