IND vs PAK: ঋষভ ছাড়া ব্যর্থ সবাই, পাকিস্তানের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ল ভারত, অল আউট মাত্র ১১৯-এ

By :  PUJA
Update: 2024-06-10 08:43 GMT

আজ নিউইয়র্কের বৃষ্টির বিঘ্নতার মাঝেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) আসরে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান (India vs Pakistan)। ম্যাচের শুরুতে বৃষ্টি সকলকে অতিষ্ট করে তুললেও, শেষমেষ এক ইনিংসের খেলা সমাপ্ত হল। যদিও প্রথম ইনিংসে ব্যাট হাতে সেরকম কিছু করতে পারেনি ভারত। পাকিস্তানের বোলারদের উত্তরে ১১৯ রান তুলেছে তারা।

আজ এই ওভারকাস্ট কন্ডিশনে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। এই সিদ্ধান্তের কারণে প্রথমে ব্যাট করতে হয় ভারতকে। আর ওপেনিংয়ে গতম্যাচের মতো আজও দেখা গেছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। শুরুটা রোহিত শর্মা মোটামুটি ভালো করলেও, ম্যাচের দ্বিতীয় ওভারেই নাসিম শাহের বলে আউট হয়ে যান বিরাট কোহলি। মাত্র ৪ রান করে ফিরতে হয় তাকে।

এরপরের ওভারেই শাহীন শাহ আফ্রিদির বলে ফিরে যান রোহিত। মাত্র ১৩ রান করে ফিরতে হয় তাকেও। প্রথমেই বিরাট-রোহিতের উইকেট হারিয়ে বড় ধাক্কা পায় ভারত। তারপর ব্যাট হাতে পাঠানো হয় ঋষভ পান্থ (Rishabh Pant) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। যদিও আজ ভক্তদের নিরাশ করেননি এই জুটি। দলের কঠিন পরিস্থিতিতে ৩৯ রানের দুর্দান্ত পার্টনারশিপ করে পান্থ-অক্ষর জুটি। যদিও ২০ রান করে হাত খুলতে গিয়ে নাসিম শাহের বলে উইকেট দিয়ে বসেন।

এখান থেকে পান্থ হাত খুললেও, তার ইনিংসের সমর্থন করেননি কোনো ভারতীয় ব্যাটারই। এরপর সূর্যকুমার যাদবকে মাত্র ৭ রানে প্যাভিলিয়নের রাস্তা দেখান হারিস রাউফ (Haris Rauf)। অন্যদিক থেকে শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজাও ব্যাট হাতে ব্যর্থ হন। এরপর ঋষভের উপরে চাপ আসতে থাকায় তিনিও ৩১ বলে ৪২ রান করে মোহাম্মদ আমিরের (Mohammad Amir) শিকার হন। এই পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়ার উপর ভারতীয়দের সমস্ত আশা থাকলেও, তিনিও আউট হয়ে যান ৭ রানে।তাকে ফেরান রাউফ। শেষমেষ এই কঠিন জায়গা থেকে দলকে কোনোরকমে ১১৯ এ পৌঁছে দেন অর্শদীপ সিং এবং মহম্মদ সিরাজ।

স্কোরকার্ড:

ভারত: ১১৯ (১৯ ওভার)

ঋষভ পান্থ: ৪২(৩১)

Tags:    

Similar News