T20 WC 2024: ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রবল, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হলে কে পৌঁছাবে সেমিতে, বুঝুন সম্পূর্ণ সমীকরণ

By :  PUJA
Update: 2024-06-24 06:23 GMT

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) সুপার এইট পর্যায়ের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত (India vs Australia)। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Darren Sammy Cricket Stadium) অনুষ্ঠিত হবে ম্যাচটি। রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোম্পানি এই বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজেয়। একটি ম্যাচও হারেননি তিনি। ভারতের সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত। অন্যদিকে আফগানিস্তানের কাছে হারের পর অস্ট্রেলিয়ার সেমিফাইনালে ওঠার পথ এখন কঠিন হয়ে পড়েছে। তাদের এখন ভারতকে হারাতে হবে। অন্যথায় বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে না পারলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে তারা। কিন্তু ভেবে দেখেছেন কি ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? আসুন জেনে নি।

সোমবার সেন্ট লুসিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় (ম্যাচের আধা ঘণ্টা আগে) ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলে অস্ট্রেলিয়ার জন্য মোটেও ভালো হবে না। যদি এমনটা হয়, তাহলে নিয়ম অনুযায়ী দুই দলই (ভারত ও অস্ট্রেলিয়া) পাবে এক পয়েন্ট করে এবং অস্ট্রেলিয়ার মোট পয়েন্ট হবে তিন পয়েন্ট।

আফগানিস্তান যদি বাংলাদেশকে হারায় তাহলে তাদের পয়েন্ট চারে পৌঁছাবে এবং ভারতের সঙ্গে সেমিফাইনালে উঠবে। বৃষ্টি হলে অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়ার একটাই পথ- আফগানিস্তানকে হারাতে হবে বাংলাদেশকে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ও আফগানিস্তানের পয়েন্ট হবে ২ এবং ভারত (৫ পয়েন্ট) ও অস্ট্রেলিয়া (৩ পয়েন্ট) সেমিফাইনালে উঠবে। যদি বৃষ্টির কারণে সুপার এইটের কোনও ম্যাচ বাতিল হয়ে যায়, তাহলে কোনও রিজার্ভ ডে নেই। প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে থাকবে এবং গুয়ানায় দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও সংরক্ষিত দিন নেই।

Tags:    

Similar News