ভারত-ইংল্যান্ড সিরিজে ছক্কার বন্যা, ১৪৭ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ঘটল এই ঐতিহাসিক রেকর্ড
ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময় বাজবল কৌশল বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে। ভারতের (India vs England series) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের আগেও এই বিষয়টি নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ভক্তদের মধ্যে আলোচনা চলছিল। তবে এই ইংলিশ বাহিনীদের সমস্ত রকম কৌশল ব্লু ব্রিগেডরা ইতিমধ্যে প্রায় নস্যাৎ করে দিয়েছে। এবার ইংল্যান্ড বনাম ভারতের চলমান টেস্ট সিরিজে ঘটলো অবিশ্বাস্য একটি ঘটনা।
তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে দল তৈরি করে ভারত এবং ইংল্যান্ড টেস্ট সিরিজে যাত্রা শুরু করে। এরপর প্রথম ম্যাচেই ব্লু ব্রিগেডরা হায়দ্রাবাদে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। তবে ম্যাচে যেখানে ইংলিশ বাহিনী মোট ৫ টি ছয় মেরেছিল সেখানে ভারতীয় ক্রিকেটাররা মোট ৯ টি ছয় মেরে লড়াই চালায়। টেস্ট ক্রিকেটে টি-টোয়েন্টির মতো ছয় মারা খুব গুরুত্বপূর্ণ না হলেও সময়ের সঙ্গে সঙ্গে কৌশল গতভাবে এই ফরম্যাটে অনেক পরিবর্তন এসেছে।
নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার এবং ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককুলাম (Brendon McCullum) টেস্ট ক্রিকেটে এই আগ্রাসী মনোভাবকে বাজবল কৌশলের মাধ্যমে আরও এগিয়ে নিয়ে গেছেন। তবে ভারতীয় তরুণ ক্রিকেটারদের হাত ধরে চলমান টেস্ট সিরিজে দাপুটে ব্যাটিং বর্তমানে আলোচনায় উঠে এসেছে। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) থেকে সরফরাজ খান (Sarfaraz Khan) ক্রিকেট প্রেমীদের বিশেষ করে মুগ্ধ করেছেন।
এবার ইংল্যান্ড বনাম ভারতের চলমান টেস্ট সিরিজে ১০০ টি ছয়ের মাধ্যমে ইতিহাস সৃষ্টি হল। ১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এই রেকর্ড রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এর আগে গত বছর ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে সর্বোচ্চ ৭৪ টি ছয় মারা হয়েছিল। উল্লেখ্য এই ১০০ টি ছয়ের মাধ্যে ৭২ টি ছয় ভারতীয় ব্যাটসম্যানদের হাত থেকে এসেছে। ইংল্যান্ডের ক্রিকেটাররা মেরেছেন ২৮ টি ছয়। এর সঙ্গেই এই সিরিজের দুরন্ত ফর্মে থাকা যশস্বী একাই ২৬ টি ছয় মেরে নজির স্থাপন করলেন।