Indian Hockey Team: অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ জিতলো ভারত, দেশের ঝুলিতে এল চতুর্থ পদক

আজ তৃতীয় স্থানাধিকারী ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করলো ভারতীয় হকি দল। প্যারিস অলিম্পিক ২০২৪ এ ভারতের ঝুলিতে এটি হল চতুর্থ ট্রফি।

By :  techgup
Update: 2024-08-08 16:11 GMT

২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক নিজেদের নাম করেছিল ভারতীয় হকি দল। এবারও প্যারিস অলিম্পিকে তার পুনরাবৃত্তি করে দেখালো ভারতীয় দল। সেমিফাইনালে জার্মানির কাছে শেষমুহূর্তে হেরে যাওয়ায় ফাইনালের পথ বন্ধ হয়েছিল ব্লু-ব্রিগেডের সামনে। তবে মনোবল হারায়নি ভারতীয় খেলোয়াড়রা। আজ তৃতীয় স্থানাধিকারী ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছে ভারতীয় দল।

প্যারিস অলিম্পিক ২০২৪ এ ভারতের ঝুলিতে এটি হল চতুর্থ পদক। আজকের ম্যাচে জোড়া গোল করে আবারও একবার জয়ের নায়ক হয়েছেন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। আজ ম্যাচের প্রথম থেকেই জয়ের খোঁজে মরিয়া হয়ে উঠেছিল ভারত এবং স্পেন দুই দলই। বেশ টানটান ম্যাচ চলে দুই প্রতিপক্ষের মধ্যে। প্রথম কোয়ার্টারে দুটি দল নিজেদের সেরাটা উজাড় করে দিলেও, গোলের মুখ দেখতে পায়নি কেউই।

তবে প্রথম কোয়ার্টারে গোলের দেখা না পাওয়া গেলেও, দ্বিতীয় কোয়ার্টারে শুরুতে গোল হজম করতে হয় ভারতীয় দলকে৷ এখান থেকে আক্রমনের মাত্রা আরও বাড়িয়ে দেয় ভারত। শেষমেষ দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে গোল করে ম্যাচে সমতা ফেরান ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং।

এখানেই থেমে থাকেনি ভারত, তৃতীয় কোয়ার্টার শুরু হতে না হতেই ২-১ গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচের দ্বিতীয় গোলটিও আসে অধিনায়কের স্টিক থেকে। এটি ছিল তার এবারের অলিম্পিকের দশম গোল। এরপর মরিয়া হয়ে আক্রমন শানায় স্পেন। তবে অনবদ্য কিছু সেভ দিয়ে সকলের নজর কাড়েন শ্রীজেশ। শেষ আন্তর্জাতিক ম্যাচে নিজেকে উজাড় করে দিয়ে ১ গোলের লিড ধরে রাখতে সাহায্য করেন তিনি। এরপর ম্যাচ শেষের বাঁশির রব কানে আসতেই সেলিব্রেশনে মাতে ভারতীয়রা।

Tags:    

Similar News