IND vs AFG: আফগানিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপ ভারতের, প্রত্যেক প্লেয়ার মাঠে নামল কালো ব্যান্ড পরে

Update: 2024-06-21 05:15 GMT

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের (T20 World Cup 2024 Super 8) প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে কালো ব্যান্ড নিয়ে মাঠে নেমেছে ভারতীয় দল। একদিকে যখন টিম ইন্ডিয়া সেমিফাইনালে ওঠার জন্য লড়াই করছে, অন্যদিকে ভারতীয় ক্রিকেট শোকে নিমজ্জিত। প্রসঙ্গত, প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার ডেভিড জনসন (David Johnson) আজ একটি দুর্ঘটনায় মারা যান। বেঙ্গালুরুর কোথানুরের কনাকা শ্রী লেআউটে নিজের অ্যাপার্টমেন্টের চারতলা থেকে পড়ে যান ডেভিড জনসন (৫২)। প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে তাই আজ শোকে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

১৯৯৬ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া জনসন ডেভিড ভারতের হয়ে দুটি টেস্ট ম্যাচ খেলেছেন। জনসন একজন বন্ধুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং তিনি ঘোড়দৌড়ের অনুরাগীও ছিলেন, যার কারণে তিনি আর্থিক সমস্যায়ও পড়েছিলেন। সংসার চালানোর জন্য তাকে একটি চাকরি নিতে হয়েছিল, যার জন্য তাকে চেন্নাই যেতে হয়েছিল। কোথানুর থানায় একটি ইউডিআর (অপমৃত্যু রিপোর্ট) দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করায় গত সপ্তাহে জনসনকে সেন্ট ফিলোমেনা হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তার পরিবারের কেউ এ বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করেনি। তবে এটি 'আত্মহত্যা' কিনা সে বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি। পরে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জনসন শহরের একটি মাদকাসক্তি কেন্দ্রও পরিদর্শন করেছেন।

আজকের ম্যাচে বার্বাডোজের মাটিতে গুরুত্বপূর্ণ টস জেতে ভারত। কয়েন রোহিত শর্মার পক্ষে পড়েছিল এবং তিনি বিনা দ্বিধায় প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত সম্পর্কে রোহিত শর্মা বলেছিলেন যে ব্যাটিংয়ের জন্য পিচটি আরও ভাল দেখাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে তিনি বোর্ডে ভাল স্কোর করার কথা ভেবেছেন। যাওয়ার সময় তিনি জানান, মহম্মদ সিরাজের জায়গায় স্পিনার কুলদীপ যাদবকে প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করা হয়েছে। আফগান অধিনায়ক রশিদ খানও টস জিতে প্রথমে ব্যাট করতে চেয়েছিলেন, তিনিও দলে পরিবর্তন এনেছেন। করিম জানাতের পরিবর্তে দলে এসেছেন হজরতউল্লাহ জাজাই।

Tags:    

Similar News