Ishan Kishan: ভারতের টি-২০ বিশ্বকাপ জয়েই সন্তুষ্ট নন কিষান, আসন্ন এই ট্রফিও জিতুক ভারত, এমনটাই প্রার্থনা তার

By :  ANKITA
Update: 2024-07-05 16:43 GMT

বিশ্ব জুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আইসিসির টুর্নামেন্টের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গত বছর একদিনের বিশ্বকাপে ক্রিকেটপ্রেমীরা মেতে ওঠার পর এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভক্তদের সমান উন্মাদনা দেখা গেছে। অন্যদিকে আগামী বছর আবার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সহ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। এবার আসন্ন এই টুর্নামেন্ট নিয়ে ঈশান কিষাণ নিজের ভাবনা চিন্তা প্রকাশ করলেন।

ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দল হলেও বেশিরভাগ সময় আইসিসির গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেগুলির ট্রফির কাছাকাছি পৌঁছে চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সমস্ত সমীকরণ বদলে দিয়ে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল দুরন্ত পারফরম্যান্স করে শেষ পর্যন্ত বিশ্বকাপ জয় করেছে। ফলে ভারতীয় ক্রিকেট মহলে এখন উৎসবের আমেজ। অন্যদিকে এরপর ২০২৫ সালের শুরুতেই ব্লু ব্রিগেডরা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।‌

২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল। ফলে এই টুর্নামেন্ট ঘিরে ধীরে ধীরে ক্রিকেট মহলে আগ্ৰহ তৈরি হচ্ছে। এবার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বলতে গিয়ে ভারতের অন্যতম উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষাণ বলেন, "আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের জন্য আমাদের সবার প্রার্থনা করা উচিত। বড়ো ম্যাচের আমরা কিছু ভুল করেছিলাম। কিন্তু আমরা যেভাবে খেলেছি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছ দলের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল।'

উল্লেখ্য এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ঈশান কিষাণ ভারতীয় দলে জায়গা পাননি। তার বদলে ঋষভ পান্থের সঙ্গে সঞ্জু স্যামসনকে উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান আয়োজন করতে চলেছে। ফলে রাজনৈতিক সমস্যার কথা মাথায় রেখে বিসিসিআই এই প্রতিবেশী দেশে দল পাঠাবে না বলে ঠিক করেছে। ফলে আলোচনার মধ্যে দিয়ে গত বছর এশিয়া কাপের হাইব্রিড মডেলের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Tags:    

Similar News