Jasprit Bumrah: নিজের থেকে জসপ্রীত বুমরাহকে হাজার গুন এগিয়ে রাখলেন কপিল দেব

By :  ANKITA
Update: 2024-06-27 16:55 GMT

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব নিজের থেকে জনপ্রীত বুমরাহকে এগিয়ে রাখলেন। তিনি সম্প্রতি বলেছেন, 'আমার তুলনায় জসপ্রীত বুমরাহ ১০০০ গুণ ভালো বোলার।' চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছেন বুমরাহ, এখনও পর্যন্ত ২৩ ওভার বল করে নিয়েছেন ১১ উইকেট। তিনি বলেন, 'বুমরাহ আমার চেয়ে ১০০০ গুণ ভালো বোলার। এই তরুণরা আমাদের চেয়ে অনেক ভালো। আমাদের অভিজ্ঞতা বেশি ছিল। তারা আরও ভালো। '

কপিল দারুণ একজন অলরাউন্ডার

জসপ্রীত বুমরাহকে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের সেরা ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করা হয়। ভারতের হয়ে ৩৬টি টেস্ট খেলা এই বোলার নিয়েছেন ১৫৯টি উইকেট। আবার ৮৯ ওয়ানডেতে ১৪৯ উইকেট ও ৬৮ টি-টোয়েন্টিতে ৮৫ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে কপিল দেবের দখলে আছে ৪৩৪ টেস্ট উইকেট এবং ২৫৩ টি ওয়ানডে উইকেট তাকে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসাবে বিবেচিত করা হয়।

আর কী বললেন কপিল দেব?

১৯৮৩ সালে ভারতকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া ৬৫ বছর বয়সী এই অলরাউন্ডার বর্তমান জাতীয় দলের প্লেয়ারদের ফিটনেস লেভেলেরও প্রশংসা করেছেন। তার ভাষায়, 'খেলোয়াড়রা খুবই ভালো। চমৎকার। তারা বেশি ফিট। তারা অনেক বেশি পরিশ্রমী। তারা চমৎকার।’

Tags:    

Similar News