KKR vs LSG: ইডেনে‌ সল্ট তান্ডব, সবুজ-মেরুনদের একতরফাভাবে হারিয়ে লখনউয়ের বিরুদ্ধে প্রথম জয় KKR-এর

By :  techgup
Update: 2024-04-14 13:45 GMT

আজ বাঙালিদের বিশেষ দিন নববর্ষের দিনে বাঙালিদের এক জয়ের উপহার দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ লখনউ সুপার জায়েন্টসকে (Lucknow Super Giants) ৮ উইকেটে হারিয়ে এই সিজনের চতুর্থ জয়ের মুখ দেখলো কেকেআর। এর সাথেই পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিজেদের দখলে রাখলো কেকেআর। অন্যদিকে আজ মোহনবাগানকে উৎসর্গ করে খেলতে নেমেও জয় পেল না এলএসজি।

আজ ঘরের মাটিতে টসে জিতে প্রথমে এলএসজিকে ব্যাট করতে পাঠায় কেকেআরের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬১ রান তোলে এলএসজি। যার মধ্যে ৩৯ রান আসে অধিনায়ক কেএল রাহুলের ব্যাট থেকে এবং আয়ুশ বাদোনির ব্যাট থেকে আসে ২৯ রান। শেষে নিকোলাস পুরান ৩২ বলে ৪৫ রান করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। এদিকে আজ বল হাতে ৩ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক (Mitchell Starc)।

কেকেআরকে তাদের এই মরশুমে চতুর্থ জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ ওভারে ১৬২ রান। যা ইডেনের ট্রাকে খুব একটা কঠিন কাজ ছিল না তাদের জন্য। ওপেনিংয়ে ফিল সল্ট (Phil Salt) শুরুটা খুব ভালো করলেও, অন্যদিক থেকে সুনীল নারিন এবং অঙ্গকৃশ রঘুবংশী নিজেদের উইকেট দিয়ে বসেন। দুইজনেই পাওয়ারপ্লেতে মোহসিন খানের বলে আউট হয়ে যান।

এখান থেকে ম্যাচটি জয়ের দিকে নিয়ে যান ফিল সল্ট এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। দুজনে মিলে আর কোনো উইকেট না হারিয়ে রানের পার্টনারশিপ করে ম্যাচটি সহজেই ফিনিশ করে আসেন। যার মধ্যে সল্টের ব্যাট থেকে আসে ৮৯ রান এবং শ্রেয়াসের ব্যাট থেকে আসে ৩৮ রান। এর সাথেই ম্যাচটি ৪.২ ওভার বাকি থাকতেই এলএসজিকে ৮ উইকেটে জয়লাভ করে কেকেআর।

কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়েন্টস ম্যাচের স্কোরকার্ড (Kolkata Knight Riders vs Lucknow Super Giants Match Scorecard):

লখনউ সুপার জায়েন্টস: ১৬১/৭ (২০ ওভার)

কলকাতা নাইট রাইডার্স: ১৬২/২ (১৫.৪ ওভার)

ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটে জয়লাভ করেছে।

Tags:    

Similar News