হার্দিক 'প্রতারক'! রোহিত-হার্দিককে নিয়ে অনন্য মিমের মাধ্যমে জন সচেতনতা প্রচার কলকাতা পুলিশের
বাঙালিদের প্রতিদিনের জীবনযাত্রায় এবং আলোচনায় ক্রিকেট অবশ্যই থাকে। এর সঙ্গেই বর্তমানে চলমান আইপিএল (IPL 2024) নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) রোহিত শর্মা (Rohit Sharma) এবং হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মধ্যে চলা সম্পর্কের টানাপোড়েন সাম্প্রতিক সময় আবারও খবরের হেডলাইনে উঠে এসেছে। এবার এই বিষয়কে সামনে রেখে কলকাতা পুলিশ সাধারণ মানুষকে সচেতন করলেন।
২০২৪ আইপিএলের আগে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে গুজরাট টাইটান্সে থেকে আবার ফিরে আসায় দলে একাধিক সমস্যা তৈরি হয়। হার্দিক দলে প্রত্যাবর্তন করায় মুম্বাইয়ের দীর্ঘদিনের অধিনায়ক রোহিত শর্মাকে নেতৃত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই বিষয়টি দলের একাধিক সমর্থক সহ দলের অনেক ক্রিকেটার মেনে নিতে পারেননি। এরপর চলমান আইপিএলে পর পর ২ ম্যাচে মুম্বাই লজ্জাজনক হারের সম্মুখীন হওয়ায় হার্দিক পান্ডিয়া আরও চাপের মুখে পড়েছেন।
ম্যাচ চলাকালীনও হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার মধ্যে সম্পর্কের ঠান্ডা লড়াই সকলের সামনে ধরা পড়ে। এবার এই দুই ক্রিকেটারের ম্যাচ চলাকালীন সেইরকম ছবি নিয়ে মিমের মাধ্যমে কলকাতা পুলিশ সাধারণ মানুষদের ব্যাঙ্ক প্রতারণার বিষয়ে সচেতন করল। পোস্টটিতে 'প্রতারকের কথা শুনে, টাকা পাওয়ার জন্য কেউ যখন QR CODE স্ক্যান করে ' লিখে হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার ছবির দিকে নির্দেশ করা হয়।
ছবিতে ম্যাচে চলাকালীন চাপের মুখে বিভ্রান্তের মধ্যে থাকা হার্দিক পান্ডিয়াকে প্রতারিত এবং তাকে বোঝাতে আসা রোহিত শর্মাকে ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে বোঝানো হয়েছে। উল্লেখ্য এর আগেও একাধিক মজার ক্রিকেটের টেমপ্লেট নিয়ে কলকাতা পুলিশ সাধারণ মানুষকে সচেতন করেছে। তাদের অভিমত এই রকম প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের বেশি আকর্ষণ পাওয়া যায়। অন্যদিকে ১ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের পরবর্তী ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে।