KKR Team News: চোটিল মিচেল স্টার্ক, পাঞ্জাবের বিরুদ্ধে পরিবর্তে অভিষেক হতে পারে‌ এই পেসারের

By :  techgup
Update: 2024-04-25 09:17 GMT

আইপিএল ২০২৪ (IPL 2024) এখন মাঝপর্ব পার করেছে। প্রত্যেকটি দল অন্ততপক্ষে ৭ টি ম্যাচ খেলা হয়ে গেছে। এমন সময়ে ৭ ম্যাচে ৫ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আগামীকাল কলকাতা ইডেন গার্ডেন্সে রয়েছে কেকেআরের অষ্টম ম্যাচটি। শুক্রবার শ্রেয়াস আইয়ারদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস (Punjab Kings)। কিন্তু তার আগেই নাইটশিবির থেকে খবর উঠে এসেছে চোট সংক্রান্ত বিষয়ে।

সম্প্রতি এক রিপোর্ট অনুসারে জানা গেছে, কেকেআর শিবিরের সবচেয়ে দামী বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc) বাঁ হাতের আঙ্গুলে চোট পেয়েছেন। যার কারণে ম্যাচের ৪৮ ঘন্টা আগে থেকেই কোনো অনুশীলন করতে দেখা যায়নি। এমনিতেই এই মরশুমে নিজের চেনা ছন্দে নেই মিচেল স্টার্ক। উপরন্তু, আবার চোট সমস্যা। যা বাঁধার সৃষ্টি করতে পারে কেকেআরের প্লে অফে যাওয়ার রাস্তায়। যদিও বর্তমানে স্টার্ক অনেকক্ষণ আলোচনা করতে দেখা গেছে কেকেআরের প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সাথে।

অন্যদিকে স্টার্ক পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবেন কি খেলবেন না, তার কোনো ঠিক ঠিকানা নেই, এমন সময় বাধ্য হয়ে নেটে শ্রীলঙ্কান পেসার দুষ্মন্থ চামিরাকে (Dushmantha Chameera) বোলিং করাচ্ছে কেকেআর শিবির। গতকাল অনেকক্ষণ ধরে নেটে ক্রমাগত বল করতে দেখা গেছে শ্রীলঙ্কান ডান-হাতি পেসারকে। যদি আগামীকাল স্টার্ক একান্তই না খেলতে পারেন, সেক্ষেত্রে হয়তো কেকেআরের একাদশে দেখা যেতে পারে চামিরার নাম।

সম্প্রতি স্টার্ক যেরকম বল করছেন, তাতে অনেকেই স্টার্কের প্রতি আশাহত হয়েছেন। অনেক বিশেষজ্ঞই স্টার্ককে বসিয়ে অন্যান্য তারকাদের সুযোগ দেওয়া বিষয়ে বলছেন। কারণ, স্টার্কের মতো একজন বিশ্বমানের বোলারকে কেকেআর দলে নিলেও, এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে তার শিকার ৬ টি উইকেট। তাই আর দেরী না করে, অন্যদের সুযোগ দেওয়ার জন্য দাবী করছেন অনেকেই। তবে স্টার্ক যদি গুরুতর চোটের কারণে ভোগেন, তাহলে তাকে বেশ কয়েকটি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে।

Tags:    

Similar News