একাদশ থাকলেও দেওয়া হয়নি বোলিং-ব্যাটিং কোনোটাই, এবার হার্দিককে ইঙ্গিত দিয়ে ট্রোল‌ নবির

By :  techgup
Update: 2024-04-19 12:11 GMT

এই বছর আইপিএলে (IPL 2024) প্রথম থেকেই মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েছে। গতকাল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে হার্দিক পান্ডিয়া দুরন্ত জয় তুলে নিলেও তিনি এখনও পর্যন্ত টুর্নামেন্টে সেই ভাবে প্রভাব ফেলতে পারেননি। পাঞ্জাবের বিপক্ষে প্রথমে অনেকটাই এগিয়ে থাকলেও একাধিক ভুলে মুম্বাইকে জয় পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়ে যেতে হয়। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম তারকা ক্রিকেটার মহম্মদ নবীর (Mohammad Nabi) একটি ইনস্টাগ্রাম পোস্টে আবারও নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

গতকাল ম্যাচে পাঞ্জাব প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এরপর কঠিন পিচে মুম্বাই ব্যাট করতে নেমে প্রথম দিকে চাপের মুখে পড়ে যায়। তবে সূর্যকুমার যাদব ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। তিনি মাত্র ৫৩ বলে ৭ টি চার এবং ৩ টি ছয়ের মাধ্যমে মোট ৭৮ রান করেন। এই রানে ভর করে মুম্বাই ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান তুলে নেয়। তবে ম্যাচ জুড়ে প্রধানত বোলারদের দাপট দেখতে পাওয়া যায়। তার ফলে দ্বিতীয় ইনিংসে এক সময় পাঞ্জাব ৪৯ রানে ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে।

এরপর পাঞ্জাবের হয়ে শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা দুরন্ত ব্যাটিং করে ম্যাচ শেষ ওভার পর্যন্ত নিয়ে যান। এর ফলে শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স ৯ রানে ম্যাচে জয় তুলে নিলও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে এই ম্যাচ শেষে দলের অন্যতম আফগানিস্তান তারকা ক্রিকেটার মহম্মদ নবী নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে ভক্তদের শুভেচ্ছা বার্তা স্টোরিতে শেয়ার করেন। তার শেয়ার করা একটি পোস্টে নবীর একজন ভক্ত লিখেছেন, "আপনাদের অধিনায়কের কিছু সিদ্ধান্ত খুবই অদ্ভুত। আজ নবী বোলিং করেননি এই সিদ্ধান্ত ভক্তদের রীতিমতো অবাক করেছে।" গতকাল ম্যাচে বল না করলেও নবীর দুটি অসাধারণ ক্যাচ এবং একটি রান আউটের প্রশংসাও করেন এই ভক্ত।

অন্যদিকে পোস্টটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। এর সঙ্গেই বহু সমর্থক হার্দিক পান্ডিয়ার এই সিদ্ধান্তগুলি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে তার পারফরমেন্স নিয়ে একাধিক সমালোচনা করেছেন। উল্লেখ্য আফগানিস্তানের অন্যতম তারকা ক্রিকেটার মহম্মদ নবী বিশ্বের আইসিসি একদিনের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর এবং টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৩ নম্বরে আছেন। এছাড়াও তিনি আইসিসি একদিনের র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ৬ নম্বর বোলার। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নবী এই বছর মাত্র ৬ ওভার বল করার সুযোগ পেয়েছেন।

Tags:    

Similar News