Mohun Bagan vs Bengaluru Durand Cup: ডুরান্ড কাপের সেমিফাইনালে নিষিদ্ধ টিফো, ক্ষোভ প্রকাশ সমর্থকদের

By :  techgup
Update: 2024-08-27 02:49 GMT

আজ মঙ্গলবার যুবভারতীতে ডুরান্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। অন্যদিকে আজ আরজিকর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আছে নবান্ন অভিযান। তবে সেই ম্যাচের আগে দর্শকদের জন্য কড়া নির্দেশ দিল বিধাননগর পুলিশ কমিশনারেট। তবে এহেন নির্দেশ পেয়ে স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা।

গতকাল বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ডুরান্ড কাপের কর্মকর্তাদের সাফ জানানো হয়েছে যে, মঙ্গলবারের সেমিফাইনালে ম্যাচে সমর্থকরা কোনো টিফো নিয়ে মাঠে ঢুকতে পারবে না। পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসির কোনো সমর্থকদের মোমবাতি সহ কোনো দাহ্য পদার্থ নিয়ে মাঠে ঢোকার অনুমতি মিলবে না। ডুরান্ড কাপ কমিটি ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে ফ্যানদেরকে এই নির্দেশ মানার অনুরোধ করেছে।

বিধাননগর পুলিশের জয়েন্ট কমিশনার ডুরান্ড কাপ কমিটিকে যে চিঠি পাঠিয়েছে, তাতে স্পষ্ট করে বলা হয়েছে যে, আয়োজক কমিটি যেন সমর্থকদের অনুরোধ করে তারা যুবভারতীতে বেঙ্গালুরু ও মোহনবাগানের মধ্যে সেমিফাইনাল ম্যাচের সময় 'স্টেডিয়ামে টিফো, ড্রাম, স্মোক ক্যান্ডেল বা অন্য কোনও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ না করে।'

মনে করা হচ্ছে, নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পুলিশ। যদিও তারা কেন এমন নির্দেশ দিয়েছে তার ব্যাখা পাওয়া যায়নি। সাধারণত মাঠে স্মোক ক্যান্ডেল বা অন্য কোনও দাহ্য পদার্থ নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হয়না। তবে অসংখ্য সমর্থক টিফো নিয়ে মাঠে প্রবেশ করেন। কিন্তু আজকের ম্যাচে সেটিও সম্ভব হবে না।

তবে এমন নির্দেশের কথা জানার পর ক্ষোভ প্রকাশ করেছে একদল সমর্থক। তারা জানিয়েছে, 'এভাবে আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমরা আরজিকর ঘটনার বিচার চাই। টিফো বা ড্রাম আটকানোর নির্দেশ দিলেও, গলার আওয়াজ আটকাতে পারবেন না।'

Tags:    

Similar News