ISL Shield Champion: ভারতসেরা মোহনবাগান, মুম্বাইকে হারিয়ে ১ পয়েন্টে ISL শিল্ড চ্যাম্পিয়ন হলো মেরিনার্সরা
আজ এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকলো কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন। মুম্বাই সিটি এফসিকে (Mumbai City FC) ২-১ গোলে হারিয়ে আইএসএল ২০২৩-২৪ (ISL 2023-24) এর লিগ শিল্ড জয় করলো মোহনবাগান সুপার জায়েন্ট (Mohunbagan Super Giant)। অনেক জটিল সমীকরণ করে খেলার পর আজ জয়ের হাসি হাসলো হাবাসের দল। লিগ পর্ব শেষে আজ ২২ ম্যাচে ৪৮ পয়েন্টের সাথে লিগ শিল্ড জয় করলো সবুজ-মেরুণ বাহিনী। অন্যদিকে ৪৭ পয়েন্টের সাথে দ্বিতীয় স্থানে শেষ করলো মুম্বাই সিটি এফসি।
আজ কলকাতা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনকে সাক্ষী রেখে রেফারির বাঁজি বাজতেই শুরু হয় মোহনবাগান এবং মুম্বাই সিটির লড়াই। ২ মিনিটের মাথাতেই মোহনবাগান গোলের সম্ভাবনা দেখালেও, গোল দিতে ব্যর্থ হন তারা। এরপর ১৭ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন বাগান অধিনায়ক শুভাশিষ বোস। ২৪ মিনিটে আরও একটি হলুদ কার্ড দেখে মোহনবাগান। শুরুতেই দুটি হলুদ কার্ড দেখায় উত্তেজনা বেড়ে যায় বাগানশিবিরে।
পরমুহূর্তেই ২৮ মিনিটের মাথায় স্বস্তির নিঃশ্বাস মোহনবাগান ভক্তদের মধ্যে। ম্যাচের প্রথম গোল করে মোহনবাগানের লিস্টন কোলাসো (Liston Colaco)। ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় মেরিনার্সরা। এখান থেকে মুম্বাই দল মরিয়া হয়ে চেষ্টা করলেও প্রথমার্ধে গোল দিতে অক্ষম হয় তারা। মোহনবাগানের ডিফেন্সের সামনে আজ গোল করা অসম্ভব হয়ে উঠেছিল মুম্বাই সিটি এফসির জন্য।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ তৈরী করে মুম্বাই সিটি এফসি। কিন্তু মোহনবাগানের ডিফেন্সের সামনে আজ সেই সুযোগও লক্ষভ্রষ্ট হয়। তারপর ৭৪ মিনিটে সংঘর্ষ কারণে লিপ্ত হওয়ায় হলুদ কার্ড দেখেন মুম্বাই সিটি এফসির ভ্যান নিফ। অবশেষে ৮০ মিনিটে ফের গোল করে মোহনবাগান। গোলটি করেন জেসন কামিংস (Jason Cummings)। আর এই গোলটি আসতেই স্টেডিয়াম জুড়ে উপচে পড়ে ভক্তদের খুশির ফোয়ারা।
তবে ৮৯ মিনিটেই সকলকে চমকে দিয়ে এই ম্যাচের প্রথম গোল করে মুম্বাই সিটি এফসি। গোলটি করেন লালিয়ানজুয়ালা ছাংতে (Lalianzuala Chhangte)। পরক্ষণেই সংঘর্ষে জড়িয়ে পড়ায় লাল কার্ড দেখেন মোহনবাগানের ব্রেন্ডন হামিল। তবুও ১০ দলীয় মোহনবাগানের সামনে উত্তর খুঁজে পায়নি মুম্বাই সিটি এফসি। শেষমেষ ম্যাচটি ২-১ এ হেরে লিগ শিল্ড জয়ের সুযোগ হারাতেই হয় তাদের।