বিশ্ব ক্রিকেটের সবচেয়ে হাস্যকর DRS, ব্যাটের মাঝামাঝি হিট করা বলে রিভিউ নিল বাংলাদেশ - ভিডিও
ক্রিকেটে রিভিউ বিষয়টি থাকে মাঠে উপস্থিত আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার জন্য। আমরা অনেকক্ষেত্রেই দেখেছি, আম্পায়ার আউট বা নট-আউট দিলেও দলের অধিনায়ক সেটিকে চ্যালেঞ্জ করে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। কিন্তু আজ ঘটলো এক বিনোদনমূলক ঘটনা। চট্টগ্রামে চলতি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে (Bangladesh vs Sri Lanka 2nd Test) ঘটেছে এমনই এক ঘটনা।
সচরাচর টেস্ট ক্রিকেটে এলবিডব্লিউ এবং ব্যাটের কোণা স্পর্শ করার বিষয়টি দেখার জন্য আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বোলিং দলের অধিনায়ক। তবে আজ ঘটেছে এমন কিছু, যা দেখে হাসি এক মুহুর্তের জন্য থামাতে পারছে না ক্রিকেটবিশ্ব। ঘটনাটি হল, আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের ৪৪ তম ওভারে বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলামের (Taijul Islam) বলে ব্যাট করছিলেন কুশল মেন্ডিস (Kusal Mendis)।
তাইজুলের ওই ওভারের পঞ্চম বলটি কুশল মেন্ডিস নিঃসন্দেহে ডিফেন্স করে দেন। কিন্তু সেটি প্যাডকে স্পর্শ করেছে ভেবে এলবিডব্লিউর জন্য আবেদন করেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। স্লিপ থেকে তার মনে হয়েছিল বলটি মেন্ডিসের প্যাডে লেগেছে, ঠিক ওইসময়ই মেহেদি হাসান মিরাজ তাকে বলেন রিভিউ নিতে এবং রিভিউটি নিয়ে নেন শান্ত।
যদিও বলটি করার পর কোনোরকম উত্তেজনা দেখা যায়নি তাইজুলের থেকে। তার মনে হয়েছিল বলটি ব্যাটেই খেলেছেন কুশল মেন্ডিস। অন্যদিকে হঠাৎ করে শান্তর রিভিউ নেওয়াটাও ঠিক মনে করেননি তাইজুল। রিভিউটি যখন বড় স্ক্রিনে দেখানো হয়, তখন দেখা যায় পুরোপুরি ব্যাটের মাঝখানে বলটি খেলেছিলেন কুশল মেন্ডিস। এদিকে আজ প্রথম ইনিংসে ৯৩ রান করেন তিনি। ৯৩ রান করার পর সাকিব অল হাসানের বলে উইকেট হারান তিনি।