PAK vs NZ: আইপিএলের মাঝেই নিউজিল্যান্ডকে ৯০-তে অল আউট শাহীনদের, সহজেই ম্যাচ জিতল পাকিস্তান
আজ নিউজিল্যান্ডে দ্বিতীয় সারির দলকে দ্বিতীয় টি-২০ ম্যাচে হারিয়ে সিরিজে (Pakistan vs Newzealand T20i Series) এগিয়ে গেল পাকিস্তান। পাকিস্তানের মাটিতে এই সিরিজে প্রথম টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও, আজ জিতে নিঃশ্বাস ফেললো পাকিস্তান। একদিকে নিউজিল্যান্ডের প্রথম সারির দলের ক্রিকেটাররা আইপিএল খেলতে ব্যস্ত। এমন সময়ে ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ১-০ তে সিরিজে এগিয়ে গেল বাবর আজমরা। টি-২০ বিশ্বকাপের আগে এই জয় তাদের অনেকটা মনোবল বাড়াবে।
আজ প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান বোলিংলাইনের সামনে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। আজ কিউয়িদের মধ্যে সর্বাধিক রান আসে মার্ক চাপম্যানের হাত থেকে। ১৯ রান করেন তিনি। এছাড়া কোল ম্যাকঞ্চির ব্যাট থেকে আসে ১৫ রান। এদিকে আজ বল হাতে ৩ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) এবং ২ টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ আমির (Mohammad Amir), আব্রার আহমেদ এবং সাদাব খান।
পাকিস্তানকে জিততে হলে প্রয়োজন ছিল ২০ ওভারে ৯১ রান। যা তাড়া করা খুব একটা কঠিন কাজ ছিল না তাদের জন্য। যদিও এই অল্প রান তাড়া করতে ওপেনে এসে মাত্র ২ বলে ৪ রান করে ফিরে যান সাইম আয়ুব। তাকে ফেরান বেন লিস্টার। এরপর পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও ১৩ বলে ১৪ রান করে কিউয়ি অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের শিকার হন। পাওয়ারপ্লের মধ্যেই আসে মূল্যবান উইকেট দুটি।
এখান থেকে ম্যাচটি এগিয়ে নিয়ে যান মোহাম্মদ রিজওয়ান এবং উসমান খান। কিছুক্ষণ পর উসমান খান ৭ রান করে ঈশ সোধির বলে আউট হন। তবে এখান থেকে পাকিস্তানের হারের কোনো প্রশ্ন ছিল না। ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান এবং ইরফান খান। শেষমেষ রিজওয়ানের ৪৫ রান এবং ইরফানের ১৮ রানের ভিত্তিতে ম্যাচটি ৭.৫ ওভার বাকি থাকতে ৭ উইকেটে জয়লাভ করে পাকিস্তান। এর পাশাপাশি এই সিরিজে ১-০ তে এগিয়ে যায় তারা।
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের স্কোরকার্ড (Pakistan vs New Zealand Second T20I Scorecard):
নিউজিল্যান্ড: ৯০ (১৮.১ ওভার)
পাকিস্তান: ৯২/৩ (১২.১ ওভার)
ম্যাচটি পাকিস্তান ৭ উইকেটে জয়লাভ করেছে।