আজ কানাডার বিরুদ্ধে হারলেই কি বিশ্বকাপের সফর শেষ বাবরদের? আরো বড় বিপাকে পড়তে পারে পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) গ্ৰুপ পর্যায়ের সমীকরণ এখন প্রায় প্রতিদিনই বদলে যাচ্ছে। ফলে কোন দলগুলি টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে সুপার ৮-এ জায়গা করে নেবে তা বলা খুবই কঠিন বিষয়। ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই থেকে প্রথম দল হিসাবে একমাত্র ওমান ছিটকে গেছে। অন্যদিকে গ্ৰুপ 'এ'-তে পাকিস্তানের মতো শক্তিশালী দলের কপালেও এখন চিন্তার ভাঁজ। ফলে আজ কানাডার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি পাক বাহিনীদের (Pakistan vs Canada match) জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান গ্ৰুপ 'এ'-তে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং আয়ারল্যান্ডের সঙ্গে অবস্থান করছে। তারা টুর্নামেন্টে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামে। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে পাক বাহিনী ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। তবে ইউএসএ দ্বিতীয় ইনিংসে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে এই রান সমান সমান করে দেয়। এরপর সুপার ওভারেও দুরন্ত পারফরম্যান্স করে মার্কিন যুক্তরাষ্ট্র ৫ রানে জয় নিশ্চিত করে।
অন্যদিকে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষেও দুরন্ত লড়াই চালিয়েও জয় তুলে নিতে পারেনি। ১১৯ রানে প্রথম ইনিংসে ব্লু বিগ্রেডরা অল আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত রোহিত শর্মারা ৬ রানে রুদ্ধশ্বাস জয় তুলে নেয়। ফলে আজ অর্থাৎ ১১ জুন পাকিস্তানকে কানাডার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিতেই হবে। না হলে তারা গ্রুপ পর্ব থেকেই এই বছর বিশ্বকাপের যাত্রা শেষ করবে। শুধুমাত্র কানাডার বিপক্ষেই নয় পরবর্তী আয়ারল্যান্ডের বিপক্ষেও পাক বাহিনীদের দুরন্ত জয় তুলে নিতে হবে।
তারপরেও সুপার ৮-এ পৌঁছাতে গেলে গ্রুপ পর্বের বাকি দলের দিকেও বাবর আজমদের তাকিয়ে থাকতে হবে। উল্লেখ্য গ্রুপ পর্ব থেকেই যদি পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ করে তাহলে তাদের পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে হলে কোয়ালিফায়ার টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে। অন্যদিকে চলমান টুর্নামেন্টের গ্ৰুপ 'এ'-তে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দুই ম্যাচেই দুরন্ত জয় তুলে নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে অনেকটাই এগিয়ে গেছে। ব্লু ব্রিগেডরা টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী ম্যাচে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে।