IPL 2024: ২০ কোটি নিয়েও খেললেন না একবারও, পরপর দুবার আইপিএল থেকে‌ ছিটকে গেলেন এই পেসার

By :  techgup
Update: 2024-03-12 08:46 GMT

ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সঙ্গে আইপিএলেও (IPL 2024) অংশগ্রহণ করে ভারতীয় ক্রিকেটাররা জাতীয় নির্বাচকদের নজরে আসতে চান। তবে বিভিন্ন কারণে প্রতি বছর একাধিক ক্রিকেটার অংশগ্রহণ করতে পারেন না। চোট সমস্যা ক্রিকেটারদের সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এবার ২০২৪ আইপিএলের আগে মহম্মদ শামির পর রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) গুরুত্বপূর্ণ পেসার দলের বাইরে চলে গেলেন।

মহম্মদ শামি আইপিএলে ২০২২ সাল থেকে গুজরাট টাইটান্সের হয়ে অংশগ্রহণ করে আসছেন। তিনি গত বছর আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন। টুর্নামেন্টে ১৭ ম্যাচে মোট ২৮ টি উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন। তবে বর্তমানে চোটের কারণে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে আছেন এবং ২০২৪ আইপিএল থেকে সম্পূর্ণরূপে দলের বাইরে চলে গেছেন। এবার রাজস্থান রয়্যালসের গুরুত্বপূর্ণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণও (Prashidh Krishna) আসন্ন আইপিএলের বাইরে চলে গিয়ে রাজস্থানকে চাপের মুখে ফেললেন।

গত বছরও চোটের কারণে আইপিএল খেলতে না পারলেও রাজস্থান তাকে দলে ধরে রাখে। এর সঙ্গেই সম্প্রতি বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, "ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণর এই বছর ২৩ ফেব্রুয়ারি বাম হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তাকে বিসিসিআইয়ের চিকিৎসক দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। শীঘ্রই তার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন শুরু হবে। ফলে ২০২৪ আইপিএলে প্রসিদ্ধ কৃষ্ণ অংশ নিতে পারবেন না।"

কলকাতা নাইট রাইডার্সের পর প্রসিদ্ধ কৃষ্ণ ২০২২ সালে ১০ কোটি টাকার বিনিময়ে রাজস্থান রয়্যালসের হয়ে দলে যোগ দিয়েছিলেন। ভারতীয় এই পেসার এখনও পর্যন্ত আইপিএলে ৫১ ম্যাচে মোট ৪৯ টি উইকেট সংগ্রহ করেছেন। তাই এখন আসন্ন আইপিএলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে রাজস্থান অনেকটাই ধাক্কা খেল। প্রসঙ্গত এই বছর আইপিএল ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে। প্রথম ম্যাচে গত বছরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে মাঠে নামবে। এর সঙ্গেই রাজস্থান রয়্যালস ২৪ মার্চ প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে যাত্রা শুরু করবে।

Tags:    

Similar News