'রাসেলকে হারাতে চাই', গুরুর সাথে খেলেই গুরুকে টপকে এই‌ তালিকায় উপরে ওঠার পরিকল্পনা রমনের

By :  techgup
Update: 2024-03-28 08:37 GMT

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) প্রতি বছর আইপিএলে (IPL 2024) নতুন প্রতিভাদের তুলে আনতে পছন্দ করে। এই বছর টুর্নামেন্টে নাইটদের হয়ে অভিষেক করেই রমনদীপ সিং (Ramandeep Singh) তার ব্যাটিং ঝলক দেখিয়েছেন। এবার তিনি আন্দ্রে রাসেলের (Andrew Russell) সাথে দলের হয়ে লড়াই করে নিজের জায়গা আরও শক্তিশালী করতে চাইছেন। এবার এই বিষয়ে রমনদীপ নিজের ভাবনা প্রকাশ করলেন।

এই বছর আইপিএলে একাধিক পরিবর্তন ঘটিয়ে কলকাতার নাইট রাইডার্স সফলতার সঙ্গে প্রথম ম্যাচে তাদের যাত্রা শুরু করেছে। ইডেন গার্ডেন্সে এই ম্যাচে নাইট বাহিনী সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কলকাতার হয়ে ওপেনার ফিল সল্ট দুরন্ত ব্যাটিং শুরু করলেও একের পর এক ক্রিকেটার উইকেট হারাতে থাকে। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রমনদীপ সিং ৬ নম্বরে ব্যাট করতে এসে দলের হাল ধরেন।

তার ব্যাট থেকে মাত্র ১৭ বলে ৪ ছয় এবং ১ টি চারের মাধ্যমে মোট ৩৫ রান আসে। এরপরেই তিনি নাইটদের অন্যতম তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের বিষয়ে একাধিক মন্তব্য করেছিলেন। রমনদীপ বলেছিলেন, "আমি বরাবরই আন্দ্রে রাসেলের ভক্ত। ওনাকে দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছি। টি-টোয়েন্টি ফরম্যাটে ওনার যা প্রভাব তাকে কুর্নিশ জানাতেই হবে। আমিও ব্যাটিংয়ের সময় ওনার মতো করেই ভাবার চেষ্টা করি‌।"

এবার রমনদীপ রাসেলের সাথে লড়াই করে ব্যাটিং স্ট্রাইক রেটে আরও উন্নতি করতে চান বলে স্পষ্ট জানিয়ে দিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকার তিনি বলেন,"আমি ইভি ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্যা ম্যাচ পুরস্কারের দৌড়ে আন্দ্রে রাসেলকে হারানোর চেষ্টা করব।" উল্লেখ্য এই বছর আইপিএলে কলকাতার প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আন্দ্রে রাসেল ২৫৬ স্ট্রাইক রেটে ২৫ বলে ৬৪ রান করে স্ট্রাইকার অফ দ্যা ম্যাচের পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন।

Tags:    

Similar News