এখনো কি হতে পারে ফেরবদল? প্রেস কনফারেন্সের পর এসে সরাসরি রিঙ্কুর সাথে কথা বললেন রোহিত

By :  techgup
Update: 2024-05-03 03:00 GMT

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত দলের প্রধান নির্বাচকের সঙ্গে সাংবাদিক বৈঠক করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দলের এই সাংবাদিক সম্মেলন হয়েছিল মুম্বাইয়ে। এসময় অধিনায়ক ও অজিত আগরকরকে নানা প্রশ্ন করা হয়। রিঙ্কু সিংকে (Rinku Singh) নিয়েও প্রশ্ন ছিল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ১৫ সদস্যের দলে রিঙ্কু সিংকে না রাখার বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা চলছে।

রিঙ্কু সিং আইপিএল ২০২৩-এ দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এবং তারপরে ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচগুলিতেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন তবে তাকে রিজার্ভ দলে রাখা হয়েছে এবং শিবম দুবেকে (Shivam Dube) চলমান আইপিএল ২০২৪-এ তার পারফরম্যান্সের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাংবাদিক বৈঠক শেষে রিঙ্কুকে সাথে দেখা যায় টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে। এই মুহূর্তে মুম্বাইয়ে কেকেআর দলের সঙ্গে রয়েছেন রিঙ্কু। আগামীকাল ওয়াংখেড়েতে আইপিএলের ৫১তম ম্যাচে মুখোমুখি হবে কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্স। এমন পরিস্থিতিতে ওয়াংখেড়েতে পৌঁছতেই সরাসরি রিঙ্কুর সঙ্গে দেখা করে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রোহিত। এমন পরিস্থিতিতে রিঙ্কুর জন্য এখনও কোনও সম্ভাবনা বাকি আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্বকাপের স্কোয়াডে শেষমুহূর্তে জায়গা হয় কিনা তা এখন শুধু সময়ের অপেক্ষা।

শুধু রোহিত শর্মাই নন, বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকরও রিঙ্কুকে দলে না নেওয়ার বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন- "রিঙ্কুর দোষ নেই। দলের কম্বিনেশনের কথা মাথায় রেখেই তাকে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তাই অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডারকে বেছে নেওয়া হয়েছিল।"

Tags:    

Similar News