Rohit Sharma: ভারত চ্যাম্পিয়ন হলেই জয়জয়কার হবে রোহিতের, একের পর এক নামের পাশে জুড়বে এই ঐতিহাসিক রেকর্ডগুলি

By :  SUMAN
Update: 2024-06-29 13:49 GMT

বার্বাডোজের কেনসিংটন ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে‌ চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে দুই দলই অপরাজিত থাকলেও অপরাজেয় তকমা হারাবে একটি দল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দলের পরাজয়ের পরে ভারত অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলকে আরও একটি বিশ্বকাপের ফাইনালে নিয়ে এসেছেন।

তবে গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কথা ভুলে টি-টোয়েন্টি ট্রফি জেতার চেষ্টা করবেন রোহিত। ৩৭ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান রোহিতের ব্যাট চলতি টুর্নামেন্টে দারুণ কথা বলছে। ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৭ ম্যাচে ৪১.৩৩ গড়ে ২৪৮ রান করেছেন হিটম্যান। এবারের বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তবে শীর্ষে থাকা রহমানউল্লাহ গুরবাজের চেয়ে মাত্র ৩৩ রান পিছিয়ে আছেন রোহিত। ফাইনালে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার ভালো সুযোগ থাকবে তার কাছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও একটি বড় রেকর্ড গড়তে পারেন রোহিত।

রোহিত শর্মা ২০২১ সালে সাদা বলের অধিনায়ক নিযুক্ত হন এবং তারপর থেকে তিনি ৬১টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ৪৯টি ম্যাচ জিতেছেন তিনি। তাঁর জয়ের শতকরা হার ৭৮.৬৮। সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে শেষ জয় পেয়েছিল ভারত। ইংল্যান্ডকে হারিয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতা অধিনায়ক হয়েছেন রোহিত। তবে রোহিতের সামনে আরও একটি বড় রেকর্ড গড়ার ভালো সুযোগ রয়েছে। আজ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে প্রথম অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ৫০টি ম্যাচ জয়ের নজির গড়বেন রোহিত। এর আগে অধিনায়ক হিসেবে ৫০ ম্যাচ জিততে পারেনি কেউ।

অধিনায়ক হিসেবে ৫০টি টি-টোয়েন্টি জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আরও একটি বড় কীর্তি গড়তে পারেন রোহিত। আসলে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। সেই দলে ছিলেন রোহিত শর্মা। এখন রোহিতের সামনে সুযোগ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দু'বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার। ২০০৭ সালে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৬ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ অপরাজিত ইনিংস খেলেছিলেন রোহিত।

Tags:    

Similar News