RCB-KKR মহারণের কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টির সম্ভাবনা কতটা
আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium, Bengaluru) মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স (Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders)। এককথায় আইপিএলের উত্তেজনাপূর্ণ ম্যাচগুলির মধ্যে এটি একটি অন্যতম। আজকের এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে সমগ্র ক্রিকেটবিশ্ব। কারণ, কেকেআর ক্যাম্পে গৌতম গম্ভীর ফেরায় এবার কেকেআর বনাম আরসিবি ম্যাচ নিয়ে উত্তেজনা আবার আগের মিতো শিখরে।
তবে এই প্রতিবেদনে আমরা দেখতে চলেছি, কেমন হতে পারে আজ বেঙ্গালুরুর আবহাওয়া (Weather Report)! আমরা সকলেই জানি, বেঙ্গালুরুর আবহাওয়া সারাবছর প্রায়শই এক থাকে। মাঝেমধ্যেই এখানে বৃষ্টিপাত দেখা যায়। তবে আজ কি খেলা ভেস্তে যাবে নাকি বিনা বাঁধায় ম্যাচটি ২০ এবং ২০ মোট ৪০ ওভার খেলা হবে। তবে বর্তমানে যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটি হল জলসংকট। বেঙ্গালুরুবাসী বর্তমানে জলসংকটের সাথে মোকাবিলা করছে। এবার দেখে নেওয়া যাক, আজকের আবহাওয়া কেমন হতে চলেছে।
AccuWeather এর মতে, আজ বেঙ্গালুরুতে ১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কোনোরকম আশঙ্কা নেই। বিনাবাঁধায় ৪০ ওভার খেলা হবে। আজ সন্ধ্যার দিকে বেঙ্গালুরুর তাপমাত্রাও থাকবে ২৪-২৭ ডিগ্রি। আর্দ্রতা থাকবে ৩৩ শতাংশ, এছাড়া ১৫ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাসও বইবে। এর মানে আজকের আবহাওয়া ভক্তদের জন্যও খুব মনোরম হতে চলেছে।
আজ বেঙ্গালুরুতে দিনের বেলার তাপমাত্রা খুব বেশি থাকলেও, সূর্যাস্তের পর তা একটু একটু করে হ্রাস পাবে৷ এছাড়া বেঙ্গালুরুর মতো আবহাওয়ায় এইরকম হাইস্কোরিং গ্রাউন্ডে বেশ ভালোই ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। আবহাওয়া দপ্তরের সূত্র অনুসারে, আজ বেঙ্গালুরুর আকাশে মেঘেরও কোনোরকম সম্ভাবনা নেই, আকাশও সম্পূর্ণ পরিস্কার থাকবে।