'ওই তরুণ উইকেট কিপার…..', মুম্বাইয়ের বিরুদ্ধে জয়ের কৃতিত্ব পাথিরানার চেয়েও বেশি ধোনিকে দিলেন রুতু

By :  techgup
Update: 2024-04-15 05:21 GMT

চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে শেষ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হ্যাটট্রিক ছক্কা হাঁকান মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। শেষ পর্যন্ত সেটাই পার্থক্য গড়ে দেয় দুই দলের মধ্যে। রোহিত শর্মার সেঞ্চুরি সত্ত্বেও, চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৪ এর প্রথম এল ক্লাসিকো ২০ রানে জিতে নেয়। চেন্নাইয়ের হয়ে ৪ উইকেট নেন ফাস্ট বোলার পাথিরানা (Matheesha Pathirana)। তাই মুম্বইয়ের বিরুদ্ধে বড় জয়ের পর চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডকে (Ruturaj Gaikwad) খুব খুশি দেখাচ্ছিল।

৪২ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনিকে তরুণ উইকেটকিপার বলেছেন রুতুরাজ গায়কোয়াড। ম্যাচ শেষে তিনি বলেন, ''তরুণ উইকেটরক্ষক যে তিনটি ছক্কা মেরেছেন, সেগুলো আমাদের অনেক সাহায্য করেছে। এই জিনিসটাই গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হয়। এমন একটা মাঠের জন্য আমাদের আরও ১০-১৫ রান দরকার ছিল। মাঝের ওভারগুলোতে বুমরাহ দারুণ বোলিং করেছে। যদিও প্রতিপক্ষ দল দারুণ কিছু শট খেলেছে, তারপরও আমি মনে করি আমাদের বোলিং ছিল দুর্দান্ত।"

লঙ্কান ফাস্ট বোলার পাথিরানার অ্যাকশনের সঙ্গে লাসিথ মালিঙ্গার মিল রয়েছে। বোলিংয়ে মুম্বইয়ের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনিই। রুতুরাজ বলেন, ''এই মাঠে বোলিং ও ব্যাটিং দুটোতেই নিখুঁত হতে হবে। আমাদের মালিঙ্গা আজ খুব ভালো বোলিং করেছে, খুব ভালো ইয়র্কার বোলিং করেছে। তুষার আর শার্দুলকেও ভুললে হবেনা।

রুতুরাজ গায়কোয়াড় ওপেনার হলেও এই ম্যাচে নিজের জায়গায় ব্যাটিং ওপেন করেন অজিঙ্ক রাহানে। রুতুরাজ বলেন, ''অজিঙ্কের একটু সমস্যা ছিল, তাই উনি ইনিংস ওপেন করতে চেয়েছিলেন। অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্বের পাশাপাশি আমি যে কোনও জায়গায় ব্যাট করতে প্রস্তুত।"

Tags:    

Similar News