কাঁধ দিয়ে ব্যাটিং পায়ের সাহায্যে বোলিং, শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও বিশ্বক্রিকেটকে চমকে দিলেন আমির

By :  techgup
Update: 2024-03-07 10:27 GMT

ভারত জুড়ে ক্রিকেটের জনপ্রিয়তার প্রতিটি শহরেই লক্ষ্য করা যায়। এর সঙ্গেই অনেকেই টেনিস বলের বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে পেশাদারীত্বের সঙ্গে খেলে থাকেন। এবার এই ক্রিকেট টুর্নামেন্টগুলির আরও জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য গতকাল থেকে ভারতীয় স্ট্রিট প্রিমিয়ার লিগ (Indian Street Premier League 2024) শুরু হয়েছে। এই টুর্নামেন্টের প্রথম দিনে কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) এবং অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) নেতৃত্বে একটি প্রদর্শনী ম্যাচ খেলা হয়।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল যে খিলাড়ি একাদশের বিপক্ষে শচীন তেন্ডুলকারের নেতৃত্বাধীন মাস্টার একাদশে (Master XI vs Khiladi XI Match) জম্মু ও কাশ্মীরের প্যারা-ক্রিকেট দলের অধিনায়ক আমির হোসেনকে (Amir Hussain) মাঠে নামতে দেখা যায়। এই ক্রিকেটারের ছোটবেলায় এক দুর্ঘটনায় নিজের দুটি হাত কাটা গিয়েছিল। তবে আমির নিজের কাঁধ এবং পায়ের মাধ্যমে নিজের ক্রিকেট জীবনকে এগিয়ে নিয়ে গেছেন।

গতকাল ভারতীয় স্ট্রিট প্রিমিয়ার লিগে তিনি মাস্টার একাদশের হয়ে শচীন তেন্ডুলকারের সাথে ওপেনিং করতে নামেন। উল্লেখ্য আমির সচিনের জার্সি এবং ভারতীয় এই কিংবদন্তি ব্যাটসম্যান আমিরের জার্সি পড়ে ব্যাট করছিলেন। জম্বু কাশ্মীরের ক্রিকেটার এক রান নিয়ে বারবার শচিনকে ব্যাট করার সুযোগ করে দিচ্ছিলেন। এর সঙ্গেই শচীন নিজের ছন্দেই একের পর এক ছয় মেরে ভক্তদের মুগ্ধ করেন।

শচীনের ব্যাট থেকে ১৭ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস আসে। তবে আমির হোসেনে ৫ বলে ৩ রান করে মাঠের বাইরে চলে যান। এছাড়াও মাস্টার একাদশের হয়ে ইউসুফ পাঠান (Yusuf Pathan) এবং সুরেশ রায়না (Suresh Raina) ভালো ব্যাটিং করেন। এর ফলে তারা প্রথম ইনিংসে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে নেয়। দ্বিতীয় ইনিংসে আমির হোসেনকে পায়ের মাধ্যমে বল করতে দেখা যায়। সেই সময় শচীন তেন্ডুলকার উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন।

https://twitter.com/CricCrazyJohns/status/1765618908445454774

এই অসাধারণ ভিডিও সামনে আসতেই বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। তবে শেষে ম্যাচটি খিলাড়ি একাদশকে হারিয়ে মাস্টার একাদশ ৫ রানে জয় তুলে নেয়। তবে ভারতীয় ক্রিকেটার সহ সিনেমা জগতের কলাকৌশলীরা আনন্দের সঙ্গে এই ম্যাচটি উপভোগ করছিলেন। এর সঙ্গেই মনে করা হচ্ছে ভবিষ্যতে ভারতীয় স্ট্রিট প্রিমিয়ার লিগের মাধ্যমে বহু ক্রিকেটার সফলতার সঙ্গে উঠে আসতে পারেন।

Tags:    

Similar News