Ranji Trophy: ব্যর্থ রাহানে-শ্রেয়াসরা, চাপের মুখ থেকে শতরান করে মুম্বাইয়ের সম্মান বাঁচালেন প্রাক্তন KKR বোলার

By :  techgup
Update: 2024-03-03 12:53 GMT

এই বছর আইপিএলের (IPL 2024) আগে রঞ্জি ট্রফির (Ranji Trophy) লড়াই এখন জমে উঠেছে। বিসিসিআই (BCCI) সাম্প্রতিক সময় প্রতিটি ক্রিকেটারকে এই ঘরোয়া টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য রীতিমতো কড়া বার্তা দেয়। এবার রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুম্বাইয়ের হয়ে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রাক্তন ক্রিকেটার শার্দুল ঠাকুর (Shardul Thakur) গুরুত্বপূর্ণ সময় এসে ব্যাট হাতে হাল ধরলেন।

গতকাল থেকে রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুম্বাই তামিলনাড়ুর বিপক্ষে মাঠে নামে। ম্যাচে তামিলনাড়ু টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তবে ব্যাট করতে নেমে টপ অর্ডার বিপক্ষদের বোলিংয়ের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে। সেই সময় বিজয় শঙ্কর (Vijay Shankar) এবং ওয়াশিংটন সুন্দর (Wasinton Sundor) এসে জুটি বাঁধেন। তাদের ব্যাট থেকে যথাক্রমে ৪৪ এবং ৪৩ রান আসে। এর সঙ্গেই প্রথম ইনিংসে তামিলনাড়ু ৬৪.১ ওভারে মাত্র ১৪৬ রানে অল আউট হয়ে যায়।

এরপর মুম্বাইয়ের প্রথম ইনিংসেও একই ছবি সামনে আসে। ওপেনিং করতে এসে পৃথ্বী শ্ব (Prithvi Shaw) মাত্র ৫ রানে মাঠ ছাড়েন। মুশির খান (Musheer Khan) ৫৫ রান করলেও তামিলনাড়ুর অধিনায়ক সাই কিশোরের (Sai Kishore) বিধ্বংসী বোলিংয়ে অভিজ্ঞ মুম্বাই অধিনায়ক আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) ব্যাট থেকে মাত্র ১৯ রান আসে। এমনকি সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) মাত্র ৩ রান করে ভক্তদের হতাশ করেন।

এর ফলে এক সময় মুম্বাই মাত্র ১০৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। সেই সময় ৯ নম্বরে ব্যাট করতে এসে দলের হয়ে শার্দুল ঠাকুর হাল ধরেন। তিনি একাই স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এর সঙ্গেই শার্দুলের ব্যাট থেকে দুরন্ত শতরান আসে। প্রাক্তন কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার ব্যাট হাতে ১০৫ বলে ১৩ টি চার এবং ৪ টি ছয়ের মাধ্যমে মোট ১০৯ রান করেন। প্রসঙ্গত ২০২৪ আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্স এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছেড়ে দেয়। এরপর চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ৪ কোটি টাকায় শার্দুল ঠাকুরকে দলে সই করিয়েছে।

Tags:    

Similar News