Shikhar Dhawan: আইপিএল থেকেও অবসর নিয়ে এবার এই লিগে খেলবেন ধাওয়ান, টুর্নামেন্ট শুরু হবে সেপ্টেম্বরে
গত শনিবার ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।
অবসর নেওয়ার পরেও ক্রিকেটের টানে এবং সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য ক্রিকেটাররা বিভিন্ন লিজেন্ডসদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকেন। বর্তমানে এই টুর্নামেন্টগুলি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। অন্যদিকে সম্প্রতি ভারতের তারকা ওপেনার শিখর ধাওয়ানের আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা সামনে এসেছিল। এবার তিনি লিজেন্ডস লিগ ক্রিকেটে অংশগ্রহণ করতে চলেছেন।
শিখর ধাওয়ান দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটে সফলতার সঙ্গে ওপেনার হিসাবে নিজের দায়িত্ব পালন করেছেন। তবে সাম্প্রতিক সময় শুভমান গিল, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ওপেনার জাতীয় দলে জায়গা করে নেওয়ায় তিনি ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছিলেন না। তাই গত শনিবার ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। এবার আজ এই তারকা ব্যাটসম্যান লিজেন্ডস লিগ ক্রিকেটে যোগ দিলেন।
পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে শিখর ধাওয়ান বলেন, "আমার শরীর এখনও ম্যাচ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। ক্রিকেট আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফলে যখন আমি আমার সিদ্ধান্ত নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছি তখন কখনই ক্রিকেট আমার থেকে বাইরে যাবে না।" তিনি আরও বলেন, "আমি আমার ক্রিকেট বন্ধুদের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য আগ্রহী এবং আমার অনুরাগীদের বিনোদন দেওয়া চালিয়ে যেতে চাই। এর মধ্যেই দিয়ে আরও নতুন স্মৃতি তৈরি করতে চাই।"
উল্লেখ্য শিখর ধাওয়ান ভারতের হয়ে ৩৪ টি টেস্ট, ১৬৭ টি ওয়ানডে এবং ৬৮ টি টি-টোয়েন্টি খেলে মোট ১০,৮৬৭ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে এই বছর সেপ্টেম্বরে লিজেন্ডস লিগ ক্রিকেটের নতুন মরসুম শুরু হবে। ফলে এই টুর্নামেন্টে শিখর ধাওয়ানকে নতুন ভূমিকায় দেখার জন্য এখন সমর্থকরা অপেক্ষা করছেন।