Phil Salt: নাইট রাইডার্স ছেড়ে দেশের উদ্দেশ্যে রওনা দিলেন সল্ট, বিদায় জানালেন বরুন-শ্রেয়াসরা
চলমান আইপিএলে (IPL 2024) এখন শেষ পর্যায়ে দলগুলির কাছে আর মাত্র কয়েকটা ধাপ বাকি। পয়েন্ট টেবিলে চোখ রাখলে বোঝা যাচ্ছে এই মুহূর্তে একমাত্র কলকাতার নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ফাইনালে পৌঁছানোর জন্য প্রায় সমস্ত রকম মঞ্চে প্রস্তুত করে নিয়েছে। টুর্নামেন্টের প্রথম থেকে নাইট বাহিনী একের পর এক ম্যাচে দুরন্ত পারফরমেন্স করে ভক্তদের মধ্যে এই আত্মবিশ্বাস তৈরি করেছে। তবে গুরুত্বপূর্ণ ওপেনার ফিল সল্টের (Phil Salt) এবার টুর্নামেন্ট চলাকালীন দেশে ফিরে যাওয়ার আবহাওয়ায় এখন কলকাতা শিবিরে বন্ধু বিচ্ছেদের ছায়া নেমে এসেছে।
বিশ্বের অসংখ্য তারকা ক্রিকেটার আইপিএল খেলার জন্য প্রতিবছর ভারতে আসেন। এক মাসেরও বেশি সময় ধরে তারা এখানকার স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে একই দলে অংশগ্রহণের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে হয়ে ইংল্যান্ডের অন্যতম তারকা ব্যাটসম্যান ফিল সল্ট প্রায় প্রতিটি ম্যাচে দলকে জয় এনে দেওয়ার জন্য সাহায্য করেছেন। তার ব্যাট থেকে এখনও পর্যন্ত চলমান টুর্নামেন্টে ১১ ম্যাচে মোট ৪৩৫ রান এসেছে।
যার ফলে কলকাতা ১০ বছর পর এবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে প্রবেশ করে দৃষ্টান্ত তৈরি করলো। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড দল ২২ মে থেকে পাকিস্তানের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চলেছে। এবার এই সিরিজের জন্য ফিল সল্টকে নাইটদের প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচগুলির আগেই দেশে ফিরে যেতে হচ্ছে। এবার বিদায় বেলায় ফিল সল্ট নিজের ইনস্টাগ্রামে কেকেআরের সাথে সময় কাটানোর কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত পোস্ট করলেন।
নাইটদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) এই পোস্টের নিচে মন্তব্য করে লেখেন,"সল্ট, তোমার না থাকাটা আমরা অনুভব করবো চ্যাম্পিয়ন। আসন্ন ম্যাচগুলোর জন্য তোমাকে অনেক শুভকামনা জানাই।" এর সঙ্গেই কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) কেকেআরের জার্সিতে ফিল সল্টের দুরন্ত উইকেট কিপিং করা পোস্ট শেয়ার করে লিখেছেন, "চ্যাম্পিয়ন"। ফলে গুরুত্বপূর্ণ এই ব্যাটসম্যানের না থাকা কলকাতার আগামী ম্যাচগুলোতে কতটা প্রভাব পড়ে এখন সেটাই দেখার।