SL vs IND: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে হতে পারে বদল, দেখুন কেমন হতে পারে আজকের একাদশ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে ভারতীয় দল অনেকটাই চাপের মুখে পড়ে যায়। ফলে শেষ দিকে জয়ের কাছাকাছি পৌঁছে গেলেও শেষ ম্যাচটি ড্র হয়ে যায়।
প্রধান কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেট দল নতুন করে গতি পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের প্রথম একদিনের ম্যাচে ব্লু বিগ্রেডরা হতাশাজনকভাবে ড্র করে। ফলে আজ এই গুরুত্বপূর্ণ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ঘুরে দাঁড়াতে চাইছে। তাই দলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করাও হতে পারে বলে মনে করা হচ্ছে। জানুন শ্রীলঙ্কা বনাম ভারতের দ্বিতীয় একদিনের ম্যাচে ব্লু বিগ্রেডদের সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে।
গৌতম গম্ভীর সম্প্রতি শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারতীয় দলের প্রধান কোচের পদে নিজের যাত্রা শুরু করেছেন। তরুণ ক্রিকেটারদের সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচেই তিনি জয় তুলে নেন। এরপর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গুরুত্বপূর্ণ একদিনের সিরিজে ভারতীয় দল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামে। তবে এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে ব্লু ব্রিগেডরা অনেকটাই চাপের মুখে পড়ে যায়। ফলে শেষ দিকে জয়ের কাছাকাছি পৌঁছে গেলেও শেষ ম্যাচটি ড্র হয়ে যায়।
ফলে চলমান সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচের জন্য আজ ভারতীয় একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচে একাদশে জায়গা না পাওয়া উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের জায়গায় মাঠে নামতে পারেন। এর ফলে ভারতীয় ব্যাটিং অর্ডার অনেকটাই শক্তিশালী হবে। উল্লেখ্য গত ম্যাচে ওয়াশিংটন সুন্দর ১ টি উইকেট সংগ্রহ করলেও তিনি মাত্র ৫ রানে আউট হয়ে যান। এছাড়াও এই অলরাউন্ডারকে বসিয়ে রিয়ান পরাগকেও দলে জায়গা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারত বনাম শ্রীলঙ্কার একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচটি কোথায়, কখন শুরু হবে?
ভারত বনাম শ্রীলঙ্কার একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ অর্থাৎ ৪ আগস্ট কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দুপুর ২:৩০ থেকে শুরু হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পান্থ/রিয়ান পরাগ, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।