Women's Asia Cup Final: স্বপ্নভঙ্গ স্মৃতিদের, ফাইনালে হারল ভারত, চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা

By :  techgup
Update: 2024-07-28 15:49 GMT

হর্ষিতা সামারাবিক্রমা ও চামারি আতাপাত্তুর ব্যাটে ভর করে এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১৬৫ রান তোলে ভারতীয় দল। জবাবে ১৮.৪ ওভারে ১৬৭ রান তুলে ম্যাচ জিতে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। এর মধ্য দিয়ে রেকর্ড অষ্টমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গেল ভারতীয় দলের।

এই শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় বোলারদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। টিম ইন্ডিয়ার হয়ে দীপ্তি শর্মাই একমাত্র বোলার যিনি নিজের শক্তি দেখিয়েছিলেন। দীপ্তি শর্মা খাতায় মাত্র একটি উইকেট এসেছে। এছাড়া আর কোনো বোলার উইকেট নিতে পারেননি। বোলারদের বাজে পারফরম্যান্সের পর বাজে ফিল্ডিংও টিম ইন্ডিয়ার খেলা নষ্ট করে দেয়। ফিল্ডিং শুধু খেলোয়াড়দের রানই দেয়নি, সহজ ক্যাচিংয়ের সুযোগও হারিয়েছে। এই কারণেই চ্যালেঞ্জিং স্কোর থাকা সত্ত্বেও চূড়ান্ত দৌড়ে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া।

ব্যাটিংয়ে স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা আবার ভারতীয় দলের হয়ে দুর্দান্ত শুরু করেন। ৪৭ বলে ৬০ রানের জোরালো ইনিংস খেলেন স্মৃতি। মান্ধানা তার ইনিংসে মোট ১০টি চার মেরেছিলেন, তবে তার অর্ধশতরান বৃথা যায়। প্রথম উইকেটে শেফালিকে সঙ্গে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন মান্ধানা। তবে মাত্র ১৬ রান করেই শেফালি আউট হলেও স্মৃতি এক প্রান্ত থেকে ইনিংস ধরে রাখেন।

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে দারুণ প্রদর্শন করেছেন চামারি আতাপাত্তু ও হর্ষিতা সামারাবিক্রমা। হর্ষিতা সামারাবিক্রম ৫১ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন। ৬টি চার ও ২টি ছক্কায় মারেন তিনি। এ ছাড়া জোরালো স্টাইলে ফিফটি পূর্ণ করেন চামারিও। ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি। চামারিকে আউট করেন দীপ্তি শর্মা। এই দুই ব্যাটসম্যান ছাড়াও ১৬ বলে ৩০ রানের জোরালো ইনিংস খেলেন কাওয়াশি দিলহারি।

Tags:    

Similar News