রোহিতকে ছাড়িয়ে গেলেন নারিন, RCB-এর সবচেয়ে বড় ত্রাস তিনিই, প্রমান করল পরিসংখ্যান
আইপিএলে (IPL 2024) তরুণ ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে অনেক পুরনো ক্রিকেটাররাও নিজদের ফর্ম ফিরে পেতে এই মঞ্চকে কাজে লাগান। একইভাবে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সুনীল নারিন (Sunil Narine) দীর্ঘদিন পর ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন। যার ফলে কলকাতা এই বছর আইপিএলে আরও একটি দুরন্ত জয় ছিনিয়ে নেয়। এবার এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে নারিন অনন্য রেকর্ড স্পর্শ করলেন।
গতকাল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআর প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তবে ম্যাচের প্রথম ইনিংসে বিরাট কোহলি ওপেনিং করতে এসে দুরন্ত শুরু করেন। তার ব্যাট থেকে ৫৯ বলে ৮৩ রান আসে। যার ফলে বেঙ্গালুরু ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮২ রান সংগ্রহ করে নেয়। এরপর দ্বিতীয় ইনিংসে ফিল সল্টের সঙ্গে সুনীল নারিন ওপেনিং করতে এসে বিধ্বংসী হয়ে ওঠেন। তবে তিনি দীর্ঘদিন ধরে আইপিএলে রান পাচ্ছিলেন না।
গত বছর নারিনের ব্যাট থেকে ১৪ ম্যাচে মোট ২১ রান এসেছিল। তবে গতকাল বেঙ্গালুরুর বিপক্ষে তিনি একাই দুরন্ত ব্যাটিং করে ২২ বলে ৫ টি ছয় এবং ২ টি চারের মাধ্যমে মোট ৪৭ রান উপহার দেন। যার ফলে কেকেআর মাত্র ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে নারিন ম্যাচে বল হাতে ১ টি উইকেটেও সংগ্রহ করেন। ফলে তাকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়। এর সঙ্গেই তিনি এক অনন্য নজির স্পর্শ করেছেন।
নারিন আইপিএলের ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সবচেয়ে বেশিবার প্লেয়ার অফ দ্যা ম্যাচের পুরস্কার জয় করলেন। গতকাল তিনি এই দলের বিপক্ষে ৪ বার সেরার পুরস্কার জয় করে রোহিত শর্মা (Rohit Sharma) এবং সন্দীপ শর্মার (Sandeep Sharma) রেকর্ড স্পর্শ করেন। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স আইপিএলে এই জয়ের সঙ্গে পয়েন্ট টেবিলে ২ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে। পরবর্তী ম্যাচে তারা ৩ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে।